iPhone production: মেক ইন ইন্ডিয়ার কামাল, চিনকে সরিয়ে আইফোন হাব এখন ভারত
iPhone production: করোনার সময় চিনে লকডাউন থাকাকালীন ভারতে আইফোন উৎপাদন বাড়াতে পদক্ষেপ করে অ্যাপল। সেটাই এখন আরও বেড়েছে। ব্লুমবার্গের রিপোর্ট বলছে, অ্যাপল তাদের উৎপাদিত আইফোনের ২০ শতাংশ ভারতে উৎপাদন করে। অর্থাৎ বিশ্বের ৫টি আইফোনের মধ্যে একটি আইফোন উৎপাদিত হয় ভারতে।

নয়াদিল্লি: মাত্র ১০ বছর। এই ১০ বছরেই বদলে গিয়েছে ভারতে পণ্য উৎপাদনের মানচিত্র। অ্যাপল তাদের আইফোন উৎপাদনের ক্ষেত্রে এখন চিনের থেকে ভারতকে বেশি গুরুত্ব দিচ্ছে। চিনকে পিছনে ফেলে আইফোন হাব হয়ে উঠছে ভারত। এই মুহূর্তে অ্যাপলের ২০ শতাংশ আইফোন ভারতের উৎপাদন হয়।
২০১৪ সালে প্রধানমন্ত্রী পদে বসার পরই মেক ইন ইন্ডিয়ার আহ্বান জানান নরেন্দ্র মোদী। বিদেশি সংস্থাগুলিকে ভারতে পণ্য উৎপাদন করে সারা বিশ্বে সরবরাহের আহ্বান জানান। তাঁর সেই আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসে বিশ্বের নানা সংস্থা। আর ১০ বছরে ভারতে পণ্য উৎপাদন বৃদ্ধি নজর কেড়েছে বিশ্বের।
আইফোন উৎপাদনের ক্ষেত্রে চিনের জায়গায় এবার ভারতে নজর দিয়েছে অ্যাপল। চিনের সঙ্গে আমেরিকায় শুল্কযুদ্ধ শুরু হয়েছে। চিনে উৎপাদিত পণ্য আমেরিকায় রফতানি করা হলে যে শুল্ক দিতে হবে, ভারতে উৎপাদিত পণ্যের ক্ষেত্রে সেই শুল্ক লাগবে না। এই পরিস্থিতিতে ভারতে তাদের আইফোন উৎপাদনে আরও জোর দিয়েছে অ্যাপল।
এই খবরটিও পড়ুন




চিন থেকে ভারতে অ্যাপলের নজর দেওয়ার বিষয়টি গতি পেয়েছিল করোনার সময়। তখন চিনই ছিল অ্যাপলের আইফোন উৎপাদনের সবচেয়ে বড় হাব। করোনার সময় চিনে লকডাউন থাকাকালীন ভারতে আইফোন উৎপাদন বাড়াতে পদক্ষেপ করে অ্যাপল। সেটাই এখন আরও বেড়েছে। ব্লুমবার্গের রিপোর্ট বলছে, অ্যাপল তাদের উৎপাদিত আইফোনের ২০ শতাংশ ভারতে উৎপাদন করে। অর্থাৎ বিশ্বের ৫টি আইফোনের মধ্যে একটি আইফোন উৎপাদিত হয় ভারতে।
২০২৪-২৫ অর্থবর্ষে ভারতে ২২ বিলিয়ন মার্কিন ডলার মূল্য আইফোন উৎপাদন হয়। তার আগের অর্থবর্ষের চেয়ে যা ৬০ শতাংশ বেশি। এতে স্পষ্ট যে, চিন থেকে ভারতের দিকে নজর দিচ্ছে অ্যাপল। আইফোন হাব হয়ে উঠছে ভারত। এর আগে ব্লুমবার্গ ইন্টেলিজেন্স জানিয়েছিল, আগামী ৮ বছরে চিন থেকে ১০ শতাংশ উৎপাদন সরাতে পারে অ্যাপল। কিন্তু, চিন ও আমেরিকার শুল্কযুদ্ধের জেরে তা আরও বাড়বে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।





