ক্যানসারের থেকেও বেশি ভয়ঙ্কর আকার নিচ্ছে এই রোগ, রেড অ্যালার্টে ভারত!
সোশাল মিডিয়ার দেওয়াল জুড়ে নানা জিম কোম্পানির বিজ্ঞাপন। রিলস চোখে পড়লেই, দেখা মেলে নানা ফিট মানুষের ফিটফাট থাকার মন্ত্র। এমনকী, প্রত্যেক পাড়াতে একাধিক জিমখানা। বিশেষজ্ঞরা বলছেন, ভারত এখন রেড অ্য়ালার্টে।

সোশাল মিডিয়ার দেওয়াল জুড়ে নানা জিম কোম্পানির বিজ্ঞাপন। ফেসবুক, ইনস্টাগ্রামে রিলস চোখে পড়লেই, দেখা মেলে নানা ফিট মানুষের ফিটফাট থাকার মন্ত্র। এমনকী, প্রত্যেক পাড়াতেই রয়েছে একাধিক জিমখানা। বিশেষজ্ঞরা বলছেন, ভারত এখন রেড অ্য়ালার্টে। দেশ-বিদেশের স্বাস্থ্য বিষয়ক সংস্থার দাবি, গত কয়েক বছরে যেভাবে এদেশে ওবিসিটি বা স্থূলতা নিয়ে চিন্তা বাড়ছে মানুষের মধ্যে, তা কিন্তু চোখে পড়ার মতো।
Ipmose Health Service Report 2024-এর রিপোর্ট অনুযায়ী, ভারতে ক্য়ানসার আক্রান্ত হওয়ার ভয়ে ভীত মানুষের সংখ্য়া ৪৭ শতাংশ। অন্যদিকে, দেশের ২৮ শতাংশ মানুষ ওবিসিটি নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন।
Ipmose Health Service গত বছরে একটি সমীক্ষা করে। যেখানে অংশ নিয়েছিল প্রায় ৩১ দেশের প্রায় ২৩ হাজার মানুষ। এই সমীক্ষায় অংশ নিয়েছিলেন ভারতের ২২০০ জন মানুষ। সেই সমীক্ষা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ওবিসিটি নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন ১৪ শতাংশ মানুষ। যেখানে ক্য়ানসার নিয়ে ভাবেন প্রায় ১২ শতাংশ মানুষ।
এই খবরটিও পড়ুন
এই সমীক্ষা করা হয়েছে মূলত তিনটি রোগ নিয়ে। তা হল, ক্যানসার, ওবেসিটি, মানসিক স্বাস্থ্য, মাদকের নেশা ও টেনশন। যেখানে তুলে ধরা হয়েছে ২০২১ থেকে ২০২৪-এর এক অঙ্ক। এই চার বছরে কত মানুষ এগুলো নিয়ে ভাবছেন তাই উঠে এসেছে সমীক্ষায়। বিশেষজ্ঞরা বলছেন, এই কারণে মানসিক স্বাস্থ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
শুধু তাই নয়, Ipmose Health Service-এর এই রিপোর্টে আলোচনা করা হয়েছে মহিলাদের সমস্য়া নিয়েও। ঠিক কোন রোগ বেশিমাত্রায় দেশের মহিলাদের ভাবাচ্ছে, তাও আলোচনা হয়েছে এই রিপোর্টে। এই ব্যাপারে সব থেকে উপরে রয়েছে মানসিক স্বাস্থ্য। সমীক্ষা অনুযায়ী, দেশের ৫৫ শতাংশ মহিলাই চিন্তিত তাঁদের মানসিক স্বাস্থ্য নিয়ে। যাঁদের বয়স মূলত, ১৩ থেকে ২৮-এর মধ্যে।





