AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

National Herald Case: ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া, রাহুলের বিরুদ্ধে চার্জশিট ইডির

National Herald Case: ন্যাশনাল হেরাল্ড হল এজেএল প্রকাশিত একটি সংবাদমাধ্যম। ইয়ং ইন্ডিয়ানের মালিকাধীন এই সংবাদমাধ্যম। ইয়ং ইন্ডিয়ানে ৩৮ শতাংশ করে শেয়ার রয়েছে সনিয়া ও রাহুলের। বিজেপি নেতা সুব্রণ্যম স্বামী ন্যাশনাল হেরাল্ডে আর্থিক তছরুপের অভিযোগে মামলা দায়ের করেছিলেন।

National Herald Case: ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া, রাহুলের বিরুদ্ধে চার্জশিট ইডির
রাহুল-সনিয়াImage Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Apr 15, 2025 | 7:57 PM

নয়াদিল্লি: ন্যাশনাল হেরাল্ড মামলায় অস্বস্তি বাড়ল সনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর। মঙ্গলবার ন্যাশনাল হেরাল্ড মামলায় দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)। চার্জশিটে নাম রয়েছে সনিয়া ও রাহুলের। নাম রয়েছে শ্যাম পিত্রোদারও। আগামী ২৫ এপ্রিল মামলার শুনানি হবে।

ন্যাশনাল হেরাল্ড আর্থিক তছরুপ মামলায় এই প্রথম সনিয়া ও রাহুলের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল। গান্ধী পরিবারের তরফে এই নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিজেপিকে আক্রমণ করে এক্স হ্যান্ডলে কংগ্রেস নেতা জয়রাম রমেশ লিখেছেন, “রাজনৈতিক প্রতিহিংসা ও ভয় দেখানোর চেষ্টা ছাড়া এই চার্জশিট আর কিছু নয়।” ইডির চার্জশিটে নাম রয়েছে কংগ্রেসের আন্তর্জাতিক শাখার প্রধান শ্যাম পিত্রোদার। তাঁরও কোনও বক্তব্য এখনও পাওয়া যায়নি।

এর আগে গত শনিবার ন্যাশনাল হেরাল্ড মামলায় ৬৬১ কোটি টাকার স্থায়ী সম্পত্তি নিজেদের হেফাজতে নেওয়ার নোটিস জারি করে ইডি। কংগ্রেস নিয়ন্ত্রণাধীন অ্যাসোসিয়েট জার্নালস লিমিটেডের (AJL) বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগের তদন্তে নেমে এই স্থায়ী সম্পত্তিগুলি নিজেদের হেফাজতে নিচ্ছে ইডি। দিল্লি ও মুম্বইয়ের বান্দ্রা এলাকায় বাড়ি, লখনউয়ের বিশ্বেশ্বরনাথ রোডে এজেএল বিল্ডিং এবং দিল্লির বাহাদুর শাহ জাফর মার্গে ন্যাশনাল হেরাল্ড হাউস নিজেদের হেফাজতে নিচ্ছে ইডি। সেজন্য ওইসব সম্পত্তি খালি করতে বলা হয়েছে ইডির তরফে।

এই খবরটিও পড়ুন

প্রসঙ্গত, ন্যাশনাল হেরাল্ড হল এজেএল প্রকাশিত একটি সংবাদমাধ্যম। ইয়ং ইন্ডিয়ানের মালিকাধীন এই সংবাদমাধ্যম। ইয়ং ইন্ডিয়ানে ৩৮ শতাংশ করে শেয়ার রয়েছে সনিয়া ও রাহুলের। বিজেপি নেতা সুব্রণ্যম স্বামী ন্যাশনাল হেরাল্ডে আর্থিক তছরুপের অভিযোগে মামলা দায়ের করেছিলেন। ২০১৪ সালের জুনের দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট তদন্তের নির্দেশ দিয়েছিল। তারই ভিত্তিতে ২০২১ সালে ইডি তদন্ত শুরু করে।

এদিকে এদিনই হরিয়ানায় নিয়ম বহির্ভূতভাবে জমি কেনাবেচার অভিযোগে প্রিয়ঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢ়রাকে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি অফিসে ঢোকার মুখে সংবাদমাধ্যমকে রবার্ট বলেন, “ইডির এই বারংবার তলব আসলে ষড়যন্ত্রমূলক রাজনীতিরই নিদর্শন। কেন্দ্রীয় সরকার তদন্তকারী সংস্থাগুলিকে নিজেদের সুবিধার্থে যেমন ভাবে পারছে ব্যবহার করছে।”