Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

তিন মাসের মেয়েকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন কনীনিকা, শেয়ার করলেন ভিডিয়ো

Koneenica Banerjee: টেলিভিশনে ধারাবাহিকের রুটিনে ফিরলে দিনের অনেকটা সময় কিয়াকে ছেড়ে থাকতে হবে। কী ভাবে ম্যানেজ করবেন?

তিন মাসের মেয়েকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন কনীনিকা, শেয়ার করলেন ভিডিয়ো
কিয়াকে সঙ্গে নিয়ে কনীনিকা। ছবি: কনীনিকার ইনস্টাগ্রাম পেজ থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 06, 2021 | 3:57 PM

ছোট্ট কিয়া। ব্যক্তি পরিচয়ে অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের মেয়ে। দু’বছর বয়স হল তার। মেয়ের জন্মের পর প্রথম কয়েক মাস মেয়ের কোনও ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেননি কনীনিকা। আসলে শিশু সন্তানের ছবি শেয়ার করতে চাননি। এতদিন পরে মেয়ের তিন মাস বয়সের ছবি শেয়ার করলেন তিনি। কতগুলো ছবি জুড়ে তৈরি করা একটি ভিডিয়ো সোশ্যাল ওয়ালে অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন কনীনিকা।

ভিডিয়োতে কনীনিকা বলছেন, এই ভিডিয়োগুলো যখন তোলা, তখন কিয়ার বয়স ছিল মাত্র তিন মাস। যখন সোশ্যাল মিডিয়াতে আমি ওর কোনও ছবি পোস্ট করতাম না। প্রথমবার ট্রাভেল করেছিল তাইল্যান্ডের কোসামুইতে, তিন মাস বয়সে। আমরা সত্যি খুব টেনসড ছিলাম। কিন্তু ওখানে গিয়ে রিয়ালাইজ করলাম কিয়া ঠিক আমাদের মতোই বেড়াতে খুব ভালবাসে।

২০১৮-এ টেলিভিশনে শেষ কাজ করেছেন অভিনেত্রী কনীনিকা। জনপ্রিয় ধারাবাহিক ‘অন্দরমহল’-এর মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। সে বছরই সন্তানসম্ভবা হন তিনি। ২০১৯-এ জন্ম হয় মেয়ে কিয়ার। ‘অন্দরমহল’ টেলিভিশনে কনীনিকার শেষ কাজ। কিয়ার জন্মের পর এখনও পর্যন্ত ছোট ছোট কাজ করলেও সে ভাবে দীর্ঘ কমিটমেন্টে যাননি তিনি। ফের টেলিভিশনে ফিরছেন তিনি।

টেলিভিশনে ধারাবাহিকের রুটিনে ফিরলে দিনের অনেকটা সময় কিয়াকে ছেড়ে থাকতে হবে। কী ভাবে ম্যানেজ করবেন? কনীনিকা এ প্রসঙ্গে আগেই TV9 বাংলাকে বলেন, “কিয়াকে রেখে কাজ করা কঠিন। এই দু’বছর তো আমিই ওর সব কিছু করেছি। মা, বাবারও বয়স হয়েছে। কিয়া তো জানেই না, মা কাজ করত। ধীরে ধীরে ও রিয়ালাইজ করবে, মা কাজে ফিরবে, কাজ করবে, এটা বুঝতে পারবে নিশ্চয়ই। ভাল করে প্রোডাকশন হলে আমি কিয়াকে সঙ্গে নিয়েও যেতে পারি। দেখা যাক।”

আরও পড়ুন, আজ সকলে তনুশ্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন, বিশেষ কারণ?