২০২১ সালের এপ্রিলে পুত্রসন্তান কেশবের জন্ম দিয়েছিলেন মধুবনী-রাজা। কেশবই তাঁদের জীবনের কেন্দ্রে। সম্প্রতি কেশবের একটি ভিডিয়ো নিয়ে নেটদুনিয়ায় হাসির রোল। হবে নাই বা কেন, একরত্তি কেশবকে তাঁর মা মধুবনী যা প্রশ্ন করেছেন এবং সেই প্রশ্নের উত্তর যেভাবে কেশব দিয়েছে তা শুনলে হাসি কিছুতেই চেপে রাখতেই পারবেন না আপনি। মধুবনীর স্বামী অর্থাৎ কেশবের বাবা রাজা একটি ভিডিয়ো শেয়ার করেছেন। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে মধুবনী তাঁর ছেলেকে জিজ্ঞাসা করছেন, “এই তুই বিয়ে করবি”? মায়ের এই প্রশ্নে ব্যাপকভাবে মাথা নাড়তে থাকে কেশব। না, ইতিবাচক নয়। বুঝিয়ে দেয় কিছুতেই বিয়ে সে করবেই না। ছেলের কাণ্ড দেখে হাসি চেপে রাখতেই পারেননি অভিনেত্রী। হাসির রোল নেটদুনিয়াতেও।
মধুবনী গোপাল ঠাকুরের ভক্ত। বিভিন্ন সাক্ষাৎকার ও টিভি শোতে এসে বলেওছেন, তাঁর বিশ্বাস বাড়ির গোপালের মুখের সঙ্গে পুত্র কেশবের মুখের মিল আছে। তাই শ্রীকৃষ্ণের ১০৮টি নামের থেকে পুত্রের নামকরণ করেছে এই তারকা যুগল। এই মুহূর্তে ছেলের জন্য কাজ কিছুটা কমিয়ে দিয়েছেন নায়িকা। তা নিয়ে যদিও আফসোস নেই কোনও।