Neel-Trina: পুজো কাটতেই শহর ছাড়লেন নীল-তৃণা, কোথায় হারালেন জুটি?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Oct 30, 2023 | 12:13 PM

Tollywood Jodi: এমন সময় তাই অনেকেই খানিকটা বেরিয়ে আসতে পছন্দ করেন। আর এই সুযোগ যে হাত ছাড়া করবেন না নীল তৃণা তা বলাই বাহুল্য। বরাবরই জুটি ঘুরতে ভীষণ পছন্দ করেন। এবারও তাই তালিকায় থাকলেও ছোট্ট ভ্যাকেশন ট্রিপ। বিমানবন্দর থেকে ছবি শেয়ার করলেন জুটি, তবে কোথায় গেলেন?

Neel-Trina: পুজো কাটতেই শহর ছাড়লেন নীল-তৃণা, কোথায় হারালেন জুটি?

Follow Us

অভিনেতা নীল ভট্টাচার্য ও তৃনা সাহা টেলি দুনিয়ার অন্যতম চর্চিত জুটি। যাঁদের নিয়ে সর্বদাই নানা জল্পনা থাকে তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় তাঁরা। একে অন্যের সঙ্গে মাঝেমধ্যেই রিলস বানিয়ে পোস্ট করেন, ছবি তোলেন, নানান উৎসব মরসুমে কীভাবে দিন যাপন করছেন তাঁরা তারও কিছু ছবি-ক্লিপিং ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন। পুজোর মরসুমেও তাই ভক্তদের জন্য থাকল একগুচ্ছ পোস্ট। সম্প্রতি দুর্গাপুজোর কার্নিভালে দেখা গিয়েছিল এই জুটিকে নাচতে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো পোস্টও করেছেন তৃণা। তবে উৎসব মিটিয়ে এখন খানিকটা ঝিমিয়ে পড়েছে শহরু কলকাতা। ক্লান্ত শহরে এখন খুব একটা উল্লাস উল্লেজনা নেই।

এমন সময় তাই অনেকেই খানিকটা বেরিয়ে আসতে পছন্দ করেন। আর এই সুযোগ যে হাত ছাড়া করবেন না নীল তৃণা তা বলাই বাহুল্য। বরাবরই জুটি ঘুরতে ভীষণ পছন্দ করেন। এবারও তাই তালিকায় থাকলেও ছোট্ট ভ্যাকেশন ট্রিপ। বিমানবন্দর থেকে ছবি শেয়ার করলেন জুটি, তবে কোথায় গেলেন? এবারের ডেস্টিনেশন গোয়া। বর্তমানে অনেকেই গোয়াতে ছুটি কাটাচ্ছেন। পুজোর পর সমুদ্র সৈকতে একান্তে কিছুটা সময় কাটিয়ে নেওয়ার পালা। ফিরে এসে আবারও কাজে হাত। বর্তমানে নীল তৃণা নিজ নিজ কাজে ব্যস্ত। এবার নিজেদের বাড়িতে দুর্গাপুজোও করেছেন তাঁরা। এখানেই শেষ নয়, সম্প্রতি নতুন ব্যবসার কাজে হাত দিয়েছেন এই জুটি। তার কাজ নিয়েও এখন ব্যস্ত নীল তৃণা। তবে সকল ব্যস্ততা কাটিয়ে এখন কিছুটা ছুটি কাটানোর পালা। আর তাই সময় করে এই জুটি উড়ে গেলেন গোয়াতে। সেখানেই কাটছে এখন জুটির ভ্যাকেশন। দর্শকরা মুখিয়ে রয়েছেন সমুদ্র সৈকত থেকে জুটির রোম্যান্টিক মুডে ছবির অপেক্ষায়।

Next Article