প্রেম দিবস পার হয়েছে সদ্য। ভালবাসার মানুষকে সাধ্যমতো উপহার তুলে দিয়েছেন প্রেমিক/প্রেমিকা। কিন্তু প্রেম যদি মৌনী রায় ও সূরজ নাম্বিয়ারের হয় তবে ধামাকা তো কিছু হতেই হবে। ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে সদ্য বিবাহিতা স্ত্রীকে দেওয়া সূরজের উপহার আপনাকে রীতিমতো চমকে দিতে পারে।
কী উপহার দিয়েছেন সূরজ? মৌনীর পোস্ট থেকে জানা যাচ্ছে, একটা নয় চার-চারটে হিরের আংটি নাকি স্ত্রীকে উপহার স্বরূপ দিয়েছেন সূরজ। সেই উপহারের ছবিও শেয়ার করেছেন মৌনী। আঙুলে একসঙ্গেই পরে ফেলেছেন চার-চারটে আংটি। ক্যাপশনেও অভিনবত্ব। লিখেছেন, “যখন বর মাত্র একটি ভ্যালেন্টাইন্স ডে উপহার নির্ধারণ করতে না পেরে চারটে আংটি কিনে আনে।” যদিও মৌনীর এই পোস্ট পেয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলেছেন, ‘পয়সার নির্লজ্জ প্রদর্শন’। আবার কারও মতে ‘ভালবাসার গোপন ইজহার’। হাজার হোক প্রেম দিবস বলে কথা!
সম্প্রতি হিমালয়ের কোলে গুলমার্গে এক বিলাসবহুল রিসোর্টে মধুচন্দ্রিমা সেরেছেন মৌনী। রিসর্টের একদিনের ভাড়া কত জানেন? তাঁদের সাইট থেকে জানা যাচ্ছে, প্রতিদিনের ভাড়া ২৪,৭০০ থেকে ৩২,৪০০ টাকা। মে মাস থেকে দাম কিছুটা হলেও কমবে, দাঁড়াবে ২২,৪০০ টাকায়। কেবল কাশ্মীরি নয়, বিভিন্ন আন্তর্জাতিক খাবারের প্ল্যাটার পাওয়া যায় ওই পাঁচ তারা রিসর্টে। ছাদেও একটি রেস্তরাঁ আছে এই রিসর্টের। অতিথিরা সেখানে টেবিল টেনিস, স্নুকার খেলতে পারেন। সুইমিং পুলে আনন্দ করতে পারেন। গুলমার্গের বিখ্যাত গন্ডোলার চেয়ে ১০ মিনিটের দূরত্বে এই রিসর্ট। শ্রীনগর বিমানবন্দর থেকে ৫৯.৯ কিলোমিটারের দূরত্বে রয়েছে।
গত ২৭ জানুয়ারি বিয়ে সারেন মৌনী। তিনি যে বিয়ে করছেন পাপারাজ্জির কাছে সে খবর পৌঁছেছিল আগেই। জানা গিয়েছিল মৌনীর বিয়েতে হাজির হতে গেলে সঙ্গে থাকতে হবে কোভিড নেগেটিভ রিপোর্ট। গোয়ায় বসেছিল বিয়ের আসর। কুচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দিয়ে মেয়ের বিয়ের তদারকি করতে হাজির হয়েছিলেন অভিনেত্রীর মা-ও। কাছের বন্ধু মন্দিরা বেদী, অর্জুন বিজলানিও বাক্স প্যাঁটরা গুছিয়ে সোজা পাড়ি দিয়েছিলেন মুম্বই। বলিউডের অন্যতম হেভিওয়েট বিয়ে চমকে দিয়েছিল বছরের শুরুতেই।
আরও পড়ুন- প্রেম দিবসে তিন পুরনো প্রেমের আখ্যান, সৃজিতের অন্য প্রেম!
আরও পড়ুন- ‘বরফি’র অফার ফিরিয়ে দিয়েছিলেন ক্যাটরিনা, নেপথ্যে কোন কারণ?