বাবার মৃত্যুর ২০ দিনের মাথায় মা’কেও হারালেন অভিনেত্রী

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 27, 2021 | 9:39 AM

গত ৪ অগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন অভিনেত্রীর বাবা। সোশ্যাল মিডিয়ায় বাবার ছবি পোস্ট করে সে কথা জানিয়েছিলেন পল্লবী নিজেই। লিখেছিলেন, "বাবাকে হারালাম। হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বাবা।"

বাবার মৃত্যুর ২০ দিনের মাথায় মাকেও হারালেন অভিনেত্রী
পল্লবী

Follow Us

বাবা প্রয়াত হয়েছিলেন ৪ অগস্ট। সেই শোক কাটিয়ে উঠতে না উঠতেই আরও এক বিপর্যয়। মা’কেও হারালেন টেলিভিশনের জনপ্রিয় মুখ পল্লবী রাও। এক মাসের মধ্যেই বাবা-মা দুজনকেই হারিয়ে কার্যত অনাথ হয়ে গেলেন শিল্পী।

গত ৪ অগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন অভিনেত্রীর বাবা। সোশ্যাল মিডিয়ায় বাবার ছবি পোস্ট করে সে কথা জানিয়েছিলেন পল্লবী নিজেই। লিখেছিলেন, “বাবাকে হারালাম। হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বাবা।” পল্লবী আরও জানান তাঁর মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। আইসিইউতে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছেন। তিনি লেখেন, “ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন মা। বাবা মা’কে দেখে আসার পরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। উনিই ছিলেন আমার জীবনের অনুপ্রেরণা। আমার হিরো যিনি আমাকে সত্যি কথা বলতে শিখিয়েছিলেন। আমি জানি তিনি আমার সঙ্গেই রয়েছেন। আমায় দেখছেন। অল্প কথার মানুষ, নির্ভীক আমার বাবা। তোমায় মিস করব। ওম শান্তি।”

ওই খারাপ খবরে তাঁকে সমবেদনা জানিয়েছিলেন অভিনেত্রীর ইন্ডাস্ট্রির সহকর্মীরা। মায়ের দ্রুত আরোগ্যও কামনা করেছিলেন। কিন্তু সব কিছুকে মিথ্যে করে অভিনেত্রীর মা প্রয়াত হন গত ২৪ অগস্ট।


পল্লবী লেখেন, “২৪ তারিখ মা-ও চলে গেলেন। ২৪ দিন যুদ্ধ করেছিলেন আমার মা। আর পারলেন না। বাবার সঙ্গেই রয়েছেন তিনি। জীবন বড়ই অনিশ্চিত। দুজনেই একে অপরকে ছাড়া একেবারেই থাকতে পারতেন না। তাই হয়তো মৃত্যুর পরেও একসঙ্গে থাকার জন্য এমন সিদ্ধান্ত নিলেন ওঁরা।” পল্লবী আরও লেখেন, একজন সন্তান হিসেবে এই সময়টা তাঁর জন্য কঠিন। তাঁর কথায়, “এক মাসের মধ্যে মা-বাবা দুজনের না থাকা মেনে নিতে পারছি না। ওঁরাই আমার সাপোর্ট সিস্টেম ছিলেন। বিশেষত, আমার মা… যিনি সারাজীবন আমায় বিশ্বাস করেছেন। আমার পাশে থেকেছে্ন। আমায় সাহস জুগিয়েছেন। আমি জানি, ওঁরা আমার সঙ্গেই রয়েছেন। ওঁদের আশীর্বাদ সবসময় আমার সঙ্গেই রয়েছে।”

পল্লবীর এই পারিবারিক বিপর্যয়ে মর্মাহত তাঁর ইন্ডাস্ট্রির সহকর্মীরা। পোস্টে পাশে থাকার বার্তা দিয়েছেন শ্রুতি উলফাৎ, আস্থা আগরওয়ালসহ ছোট পর্দার তারকারা। এই কঠিন সময় অভিনেত্রী দ্রুত কাটিয়ে উঠুক এই প্রার্থনাই করেছেন তাঁরা। এই মুহূর্তে পান্ড্য স্টোর ধারাবাহিকে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন পল্লবী। আবারও কাজে ফিরুন তিনি— আপাতত এটাই চাওয়া তাঁর ভক্তদেরও।

আরও পড়ুনমেঘলা দুপুরে শহরের হাসপাতালে ভূমিষ্ঠ হল নুসরতের সন্তান

আরও পড়ুনকাছে থাকলে তোমাকে জড়িয়ে ধরতাম: নুসরতের মা হওয়ার আনন্দে ‘বনুয়া’ মিমি

Next Article