বিয়ের দিন ঘোষণা করলেন রাহুল-দিশা, বৈদিক মতে শীঘ্রই এক হবে চার হাত

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 06, 2021 | 9:36 PM

আগামী ১৬ জুলাই অর্থাৎ ১০ দিন পর এক হতে চলেছেন তাঁরা। তাঁদের ঘনিষ্ঠ সূত্রে খবর, বৈদিক মতে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা

বিয়ের দিন ঘোষণা করলেন রাহুল-দিশা, বৈদিক মতে শীঘ্রই এক হবে চার হাত
রাহুল-দিশা।

Follow Us

বলিপাড়ায় আবারও এক হেভিওয়েট বিয়ে। এ বার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন লাভ বার্ডস রাহুল বৈদ্য এবং দিশা পারমার। অবশেষে বিয়ের দিন ঘোষণা করলেন ছোট পর্দায় জনপ্রিয় ওই জুটি।

আগামী ১৬ জুলাই অর্থাৎ ১০ দিন পর এক হতে চলেছেন তাঁরা। তাঁদের ঘনিষ্ঠ সূত্রে খবর, বৈদিক মতে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। জাঁকজমক নয়, বরং পরিবারের ঘনিষ্ঠদের সঙ্গেই শুভকাজ সারতে চলেছে ওই জুটি। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। গত বছর বিগবসের বাড়িতেই দিশাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রাহুল। জনসমক্ষে সেই প্রস্তাব গ্রহণও করেছিলেন দিশা। বিগবসের বাড়ি থেকে বেরনোর পরও ভালবাসায় ছেদ পড়েনি। বরং গাঢ় হয়েছে আরও। অবশেষে প্রেমে শিলমোহর। নতুন জীবন শুরু করতে চলেছেন তাঁরা।


বিয়ে নিয়ে এক সংবাদমাধ্যমকে রাহুল জানিয়েছেন, সেলিব্রিটিদের রোশনাই নন, তিনি এবং দিশা চান পরিবারের একেবারে কাছের মানুষদের আশীর্বাদ। দিশার কথায়, “আমার কাছে আদর্শ বিয়ের মানেই হল এক সাদামাটা বিয়ে। বিয়ে হল দুটি মানুষ এবং তাঁদের পরিবারের মিলন। আমি খুশি যা যা চেয়েছিলাম সে রকমটা হচ্ছে।” আর মাত্র দশ দিন। করোনা আবহেই বলিপাড়ায় বিয়ের সানাই।

আরও পড়ুন-হাসপাতালে ভর্তি ‘কোকিলাবেন’ রূপল পটেল, কেমন আছেন তিনি?

 

Next Article