প্রায় ১১ দিন পার। দিল্লির হাসপাতালেই এখনও ভর্তি রয়েছেন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। মৃত্যুর সঙ্গেই কার্যত লড়াই চালাচ্ছিলেন এ ক’দিন। তবে চিকিৎসক মারফৎ জানা গিয়েছে, নতুন করে শারীরিক অবস্থার অবনতি হয়নি। কিন্তু তিনি যে সঙ্কটমুক্ত তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। কাছে যাওয়ার অধিকার নেই স্ত্রী শিখা শ্রীবাস্তবেরও। যেহেতু রাজু ভেন্টিলেশনে রয়েছেন তাই বাইরের লোক এলে যাতে কোনওরকম সংক্রমণ না ছড়ায়– সেই কারণেই এ হেন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।
আরও জানা গিয়েছে, কড়া ডোজের অ্যান্টিবায়োটিক্স। মস্তিষ্কে অক্সিজেনের চলাচলও আগের থেকে উন্নত। অন্যদিকে শনিবারই প্রিয় বন্ধুর পরিবারের পাশে থাকার বার্তা নিয়ে হাজির হয়েছে আর এক কমেডিয়ান জনি লিভার। রাজুর পরিবারের সঙ্গে তাঁর দেখাও হয়েছে। কানপুড়ে রাজুর বন্ধু আশু ত্রিপাঠি আয়োজন করেছেন এক ভজনের অনুষ্ঠান। পুজো দেওয়া হয়েছে সেখানকার রাধা-কৃষ্ণ মন্দিরেও। এখানেই শেষ নয় উজ্জয়িনীর বিখ্যাত মহাকালেশ্বর মন্দিরেও আয়োজন করা হয়েছে বিশেষ পুজোর। ‘গজোধর ভাইয়া’ যাতে দ্রুত ফিরে আসেন সেই চেষ্টাই করছেন সকলেই।
বৃহস্পতিবার রাজু ঘনিষ্ঠ অজিত সাক্সেনা ‘আজ তক’কে বলেন, “সকাল থেকেই রাজুর মস্তিষ্ক কাজ করছে না। হৃদযন্ত্রেও সমস্যা দেখা গিয়েছে। আমরা সবাই ভীষণ চিন্তিত। প্রার্থনা করছি ক্রমাগত। এমনকি ওর পরিবারও বুঝতে পারছে না কী হচ্ছে।” তিনি এও যোগ করেন, “একমাত্র মিরাকেলই এই অবস্থা থেকে রাজুকে রক্ষা করতে পারে”। রটেছিল রাজুকে নিয়ে হাল ছেড়ে দিয়েছেন চিকিৎসকেরাও। যদিও স্ত্রী জানিয়েছিলেন এ সত্যি নয়। তিনি বলেছিলেন, “আমি হাত জোড় করে সবাইকে বলছি দয়া করে ওঁকে নিয়ে মিথ্যে রটাবেন না। কারণ এই সব মিথ্যে খবর রটলে পরিবার-চিকিৎসক সবার মনোবল খুব কমে যায়। আমরা চাই না এই মুহূর্তে কোনও ধরনের নেতিবাচক বিষয় ওঁকে ঘিরে রাখুক।”
কমেডি দুনিয়ায় পরিচিত নাম রাজু। তাঁর ভক্তসংখ্যাও অগুণতি। ‘বিগবস’ থেকে শুরু করে ‘কপিল শর্মা’র শো– এ সবেই নিজের অবদান রেখেছেন রাজু। বেশ কিছু বলিউড ছবিতেও অভিনয় করেছেন তিনি। সম্প্রতি ‘ইন্ডিয়া’জ লাফটার চ্যাম্পিয়ন’-এ বিশেষ অতিথি হিসেবে দেখা গিয়েছে তাঁকে। সেই রাজুই এখন লড়ছেন। ফিরে আসুন তিনি– এমনটাই চাইছে গোটা দেশ।