Rakhi Sawant: ক্যামেরার সামনেই পোশাক পরলেন রাখী! ‘ইসলামকে আর নামাবেন না’, আর্জি ভক্তদের

Rakhi Sawant: রাখী সাওয়ান্ত মানেই বিতর্ক। এবার নতুন বিতর্কে জড়ালেন রাখী সাওয়ান্ত। গাড়ির মধ্যে একগুচ্ছ ক্যামেরার সামনেই পোশাক পরলেন রাখী।

Rakhi Sawant: ক্যামেরার সামনেই পোশাক পরলেন রাখী! 'ইসলামকে আর নামাবেন না', আর্জি ভক্তদের
রাখী সাওয়ান্ত।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 21, 2023 | 8:12 PM

রাখী সাওয়ান্ত মানেই বিতর্ক। এবার নতুন বিতর্কে জড়ালেন রাখী সাওয়ান্ত। গাড়ির মধ্যে একগুচ্ছ ক্যামেরার সামনেই পোশাক পরলেন রাখী। যা দেখে ভক্তদের কাতর অনুরোধ, “এভাবে ইসলাম ধর্মকে আর ছোট করবেন না।” ব্রা-লেট পরে গাড়ির মধ্যে বসেছিলেন রাখী। তাঁর সুস্পষ্ট বিভাজিকায় আঁকা ছিল বাহারি ট্যাটু। তিনি গাড়ি থেকে নেমে আসতেই হাজির হয়ে যান ফটোশিকারিরা। গাড়ির সামনে ভিড় করে হাজারও ক্যামেরা। প্রথমটা বেশ হচকচিয়ে যান রাখী। যদিও এর কিছুক্ষণ পরেই গাড়ির দরজা খুলে রেখে ক্যামেরার সামনেই পোশাক বদলাতে শুরু করেন তিনি। পাপারাৎজিদের তাঁর উদ্দেশে বলতে শোনা যায়, “লজ্জা পাচ্ছেন কেন? আর লজ্জা পেতে হবে না।” রাখী নিরুত্তাপ, উল্টে ভিড়ের মধ্যে একজন তাঁকে ‘যুবতী লাগছে’ বলায় বেশ খুশিই হন রাখী। পোশাক পরিবর্তন করে গাড়ি থেকে নেমে আবারও ছবি তোলেন তিনি। যদিও সমালোচনা চলছেই। সদ্য ইসলাম ধর্ম নেওয়া রাখীর রমজান মাসে এ যেন ব্যবহারে নিন্দার ঝড় সর্বত্র।

এর আগেও তাঁর বিরুদ্ধে উঠেছে ইসলাম ধর্মকে অবমাননার অভিযোগ। রোজা রাখছেন দাবি করেও তাঁর মুখে চুইংগাম দেখে অনেকেই করেছিলেন তাঁর সমালোচনা। তিনিও যদিও যুক্তি দিয়েছিলেন, “ভুল করে খেয়ে ফেলেছি”। স্বামী আদিল খানের জন্য ইসলাম গ্রহণ করেছেন রাখী জানিয়েছিলেন তাই। এই মুহূর্তে যদিও স্বামীর সঙ্গে তাঁর সম্পর্ক ভাল নয়, তবু ধর্ম তিনি ত্যাগ করেননি বলেই দাবি রাখীর। কিছু দিন আগেই মা’কেও ক্যানসারে হারিয়েছেন রাখী। একদিকে মাতৃবিয়োগের ব্যথা, অন্যদিকে বৈবাহিক জীবন অশান্তি-রাখীর জীবন বিড়ম্বনা যেন শেষ হওয়ার নয়। এর আগে সংবাদমাধ্যমের সামনে রাখী দাবি করেন, তাঁকে দরজা পর্যন্ত আদিল এমন ভাবে হেঁচড়ে নিয়ে গিয়েছেন যে প্রস্রাব করে ফেলেছেন তিনি। তাঁর দাবি, তনু বলে এক মহিলার সঙ্গে নাকি সম্পর্কে আছেন আদিল খান দুরানি। ওই মহিলা যদিও বিবাহিত বলেই জানিয়েছেন রাখী। কাঁদতে কাঁদতে রাখী বলেন, “আদিলের যে নতুন প্রেমিকা তাঁর তিন বছর আগেই বিয়ে হয়ে গিয়েছে। আমি আদিলকে মেসেজ করেছিলাম। জিজ্ঞাসা করেছিলাম তুমি এটা কী করে করলে? বিয়ে থেকে ভরসাই উঠে গেল। সব ছারখার হয়ে গেল আমার।”