বিস্ফোরক রাখী সাওয়ান্ত। স্বামী আদিল খানের বিরুদ্ধে তাঁকে খুন করার পরিকল্পনার অভিযোগ আনলেন তিনি। তাঁর দাবি, এই মুহূর্তে মাইসোর জেলে বন্দি আদিল নাকি জেল থেকেই এক সুপারি কিলারকে রাখীকে হত্যার চুক্তি দিয়েছে। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে একটি ফোন কিল্পও শেয়ার করেছেন রাখী। তাঁর দাবি, ফোনের ওপারে যে ব্যক্তি রয়েছেন, তাঁকে তিনি চানেন না। নিজেকে রাখীর শুভাকাঙ্ক্ষী হিসেবে জাহির করে ওই ব্যক্তি বলেছেন, “আমি কিছু জিনিস জানতে পেরেছি যা এখন আমি আপনাকে জানাতে চাই। নিজের পরিচয় গোপন রাখতে চাই। আমি আপনার ভাল চাই। আদিল একটি চুক্তি করেছেন। ও আপনাকে খুন করতে চায়। বেশ কিছু সময় ধরেই এই পরিকল্পনা ও করে চলেছে।” এখানেই থামেননি ওই ব্যক্তি। আরও বিস্ফোরক খবর ফাঁস করেছেন তিনি। ব্যক্তির দাবি, কিছু পুলিশকেও নাকি অর্থের বিনিময়ে কিনে নিতে সক্ষম হয়েছে আদিল। রাখীকে নিজের পরিচয় গোপন রাখতে অনুরোধ করেছে ওই ব্যক্তি। তিনি এও জানিয়ে ছেন এই মাসেই নাকি জামিন পেয়ে যেতে পারেন আদিল।
আদিল যে তাঁকে খুন করতে চাইছেন এ অভিযোগ আগেই করেছিলেন রাখী সাওয়ান্ত। ওই ফোন রেকর্ডিং সামনে আসার পরে মুখ খুলেছেন রাখীও। তিনি বলেন, “আমি শত্রুর থেকে নিজেকে সুরক্ষিত রাখার জন্য প্রার্থনা করছি। আমি জানতে পেরেছি আদিল আমাকে মারতে চায়। ইতিমধ্যেই সুপারি কিলারের সঙ্গে ও যোগাযোগও করেছে। আমি নিশ্চিত আল্লাহ আমার প্রার্থনা মঞ্জুর করবে। তুমি আমাকে মারতে পারবে না আদিল। কেন এমনটা করছ আদিল? কী চাও তুমি? পয়সার জন্য এমন করছ নাকি তুমি বদলা চাও?” এখানেই না থেমে তিনি আরও যোগ করেন, “আদিল আমাকে জেল থেকেই সমানে ফোন করছে। বলছে, আমি তোমাকে ভালবাসি। আমি ওকে বলেছি তুমি আমার থেকে দূরে থাকো। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি।”
গত ৯ ফেব্রুয়ারি রাখীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন আদিল। পরকীয়া, মারধর ও হেনস্থার অভিযোগ এনেছিলেন রাখী। পরে যদিও রাখীর বিরুদ্ধে ধর্ষণের মামলায় রুজু হয় এক বিদেশিনীর অভিযোগের ভিত্তিতে। এই মুহূর্তে মাইসোর জেলে বন্দি রাখীর স্বামী।