এই মুহূর্তে চর্চায় প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ও বিশ্বসুন্দরীর প্রেম। বৃহস্পতিবার রাত্রে ললিত মোদীর একটি টুইটই যেন ঘুম কেড়েছে শত শত সুস্মিতা ভক্তদের। কেউ বিশ্বাসই করতে পারছেন না আবার কেউ দিয়েছেন বাহবা। এরই মধ্যে ললিত-সুস্মিতার প্রেম নিয়ে বিস্ফোরক মন্তব্য সুস্মিতারই একদা সহঅভিনেত্রীর। সুস্মিতা ও ললিতকে যেন লাগছে বাবা ও মেয়ে! একই সঙ্গে তাঁর কটাক্ষ, “পয়সা না থাকলে কেই বা পাত্তা দেয়…”। এমনটাই ক্যামেরার সামনে এসে দাবি করেছেন সেই অভিনেত্রী। কে সেই অভিনেত্রী?
তিনি বলিউডে ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্ত। প্রেমের খবর জানতে পেরেই তাঁর প্রতিক্রিয়া, “ললিতজি বড় হাত (দাঁও) মেরেছে। তবে আমার মনে হয় দুজনকে বাবা-মেয়ে লাগছে। সুস্মিতাজি প্রাক্তন মিস ইউনিভার্স আর ললিত মোদী কে?” ললিত মোদী কে, তা পাপারাজ্জি রাখীকে বোঝানোর পর রাখী পাল্টা যোগ করেন, “পয়সা নিয়ে যখন পালিয়েছে তখন বড় বড় হিরোইন তো লোকটা পেয়েই যাবে। এখন সবাই পয়সা দেখে। এখন মুখ কে দেখে? রাখী সাওয়ান্ত এমনটা নয়। সে শুধু ভালবাসা দেখে। টাকা নয়”। সুস্মিতার সঙ্গে এক ছবিতে কাজ করেছেন রাখি। ‘ম্যায় হু না’ ছবিতে নায়িকা ছিলেন সুশ। সেই ছবিতে দেখা গিয়েছিল রাখিকেও।
প্রসঙ্গত, ললিত মোদী টুইটারে তাঁর প্রেমের খবর জানাতেই সুস্মিতার উপর রুষ্ট তাঁর ভক্তদের একটা বড় অংশ। আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে নির্বাসিত হয়েছিলেন ললিত। সেই ললিতের সঙ্গেই কী করে প্রেমে জড়ালেন বঙ্গতনয়া, তা নিয়ে সব মহলে চলছে নানা চর্চা। অনেকেরই মতে অর্থের লোভেই নাকি ললিতের সঙ্গে প্রেমের সম্পর্কে গিয়েছেন তিনি। যদিও সুস্মিতার নিজের অর্থের পরিমাণও নেহাত কম নয়।
দামি গাড়ি থেকে ৭৪ কোটি টাকার বাড়ি– রয়েছে সবই। এই মুহূর্তে প্রতি ছবির পেছনে আনুমানিক ৩ থেকে ৪ কোটি টাকা নিয়ে থাকেন সুস। এও ছাড়াও নানা ইভেন্ট তো রয়েছেই। রয়েছে তাঁর নিজস্ব ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাও। সব মিলিয়ে তাঁর আয়ও বিপুল। ললিত তাঁর সঙ্গে সুস্মিতার প্রেম নিয়ে নানা টুইট করলেও সুস্মিতা কিন্তু সাফ জানিয়ে দিয়েছেন বিয়ে নয়। তাহলে প্রেম? সেটা কতটা? সবই প্রায় ধোঁয়াশার মধ্যেই রেখেছেন সুস্মিতা সেন।