২০২০ সালে খাতরো কে খিলাড়ি জিতে ছিলেন নিয়া শর্মা। সেই সময় থেকেই বেশ কিছু সময় বিরতিতে ছিলেন নিয়া। এর আগে তাঁকে পাওয়া গিয়েছিল নাগিন ৪ সিজ়নে। এরপর ছোটপর্দায় দর্শকেরা আর পাননি নিয়া শর্মাকে। অনেকেই ধরে নিয়েছিলেন যে তিনি অভিনয় ছেড়ে দিয়েছেন। কেউ কেউ আমার মত প্রকাশ করেছিলেন, ছোট পর্দা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন নিয়া। তবে এর মধ্যে কোনও খবরই সত্য নয় বলেই স্পষ্ট জানিয়ে দিলেন তিনি। সম্প্রতি নিজের এই বিরতি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। স্পষ্টই জানালেন তাঁর অভিনয় ছাড়ার প্রসঙ্গে মতামত।
না, তিনি অভিনয় ছাড়েননি। সম্প্রতি একাধিকবার ফ্যাশনের জন্য ট্রোলের শিকার হয়েছেন নিয়া। ফলে বিতর্ককে কেন্দ্র করে বারে বারে চর্চায় নিজের জায়গা পাকা করে রেখেছেন অভিনেত্রী। তবে এবার সকল জল্পনার অবসান ঘটিয়ে ভক্তদের সুখবর দিলেন নিয়া। নিয়ার কথায়, ‘এটা ভুল বার্তা যাচ্ছে, আমি দুই বছরের জন্য বিরতিতে ছিলাম ঠিক। তবে বেশ কিছু বড় প্রজেক্টে যুক্ত থাকার কারণেই তিনি টিভির পর্দায় থাকতে পারেননি। প্রচুর মিউজিক ভিডিয়োতে কাজ করেছি, সারা বছর ধরে তার প্রমোশনের সঙ্গেও ছিলাম যুক্ত। এর মধ্যে অনেক কাজও এসেছে আমার কাছে। তবে আমার পছন্দ না হওয়ার কারণে সেই সকল প্রজেক্টে কাজ করে ওঠা সম্ভবপর হয়নি। আর অনেকেই ভেবেবসেন নিয়ার কাছে কাজ নেই।’
নিয়া আরও বলেন, ‘কয়েকমাস আগে আমায় কয়েকজন বলেন যে, আমার কাছে নাকি প্রচুর অর্থ রয়েছে, কারণ আমার মুম্বইয়ের মত এসাকাতে দুটি ফ্ল্যাট রয়েছে। আবার তারাই বলছেন, যে আমার খুব অভাব, আমার কাজ প্রয়োজন! আমি সাধারণত চুপ করেই থাকি। তবে এবার আমার মনে হল একটু বিষয়টা স্পষ্ট হওয়া প্রয়োজন। সেই কারণেই নিয়ার এবার জানালেন, শীঘ্রই ফিরবেন তিনি আবারও ছোটপর্দায়’।