রাখী সাওয়ান্তের সঙ্গে বিয়ের কথা মেনে নিয়েছেন আদিল খান দুরানি। গতকাল অর্থাৎ সোমবার সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে আদিল জানান, তিনি রাখীকে বিয়ে করেছেন। তিনি লেখেন, “আপনাদের সকলকে জানাতে চাই, আমি কখনওই বলিনি আমি রাখীকে বিয়ে করিনি। কিছু জিনিস একটু সামলে নেওয়ার ব্যাপার ছিল তাই বিয়ের প্রসঙ্গ নিয়ে চুপ ছিলাম। আমাদের দুজনকে বিবাহিত জীবনের শুভেচ্ছা রাখী।” বিয়ের ব্যাপার মিটমাট হয়ে যাওয়ায় যখন ভক্তরা নিশ্চিন্তে তখন সামনে এল এক চমকে দেওয়া খবর যা ফাঁস করেছেন রাখী সাওয়ান্ত নিজেই। সলমন খান নাকি আদিল খানকে ফোন করেছিলেন। রাখী বলেন, “ভাই (সলমন খান) ওকে ফোন করেছিলেন। আর ভাই থাকতে তাঁর বোনের বিয়ে কি কখনও আদিল অস্বীকার করতে পারে? আমার ভাইয়ের ফোনের পরেই তো যা হওয়ার হয়েছে।” তিনি যোগ করেন, আদিলকে নাকি বেশ পছন্দও করেন সলমন খান। এমনকি রাখীর দৌলতে সলমন ও আদিলের দেখাও হয়েছে বেশ কয়েকবার। এর পরেই নেটিজেনদের প্রশ্ন, তবে কি সলমনের ভয়েই রাখীর সঙ্গে বিয়ের কথা স্বীকার করে নিলেন আদিল? প্রেম নয় চাপে পড়েই বিয়ের কথা জানালেন প্রকাশ্যে? নেটিজেনদের আশঙ্কা, তাই যদি হয়ে থাকে তবে এ সম্পর্কের ভবিষ্যৎই বা কী? যদিও আদিলের কথায়, “সলমন খান খুবই ভাল মানুষ। তিনি আমাকে কিছু কথা বললেন। আমিও বললাম ঠিক আছে।”
প্রসঙ্গত, গত বছর মে’মাসে বিয়ে করেন আদিল ও রাখী। আইনি বিয়ে ছাড়াও নিকাহনামাতেও সই করেন তাঁরা। কিছু দিন আগেই হঠাৎ করেই তাঁদের বিয়ের খবর ভাইরাল হয়ে যায়। ছবিও আসে প্রকাশ্যে। যদিও প্রথম থেকেই বিয়ের কথা মানতে নারাজ ছিলেন আদিল। রাখী কান্নায় ভেঙে পড়েছিলেন। বলেছিলেন, “সাত আট মাস যাবত আমি চুপ ছিলাম। আদিলই বলতে বারণ করেছিল। কিন্তু আমি যখন বিগবস মরাঠিতে গিয়েছিলাম তখন অনেক কিছু হয়েছে। আমি হারাম করিনি। আমি হালাল করেছি। জানি না বিয়ের কথা কেন স্বীকার করছেন না আদিল? আমি কী ভুল করেছি?” তিনি যোগ করেন, “বিয়ের পর থেকে এতটুকু সুখ পেলাম না। নিজের নাম বদলে দিলাম। ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করে নিলাম। বিয়ের শংসাপত্র রয়েছে, নিকাহনামা রয়েছে, মৌলানা উপস্থিতিতে বিয়ের যাবতীয় উপাচার পালন করা হয়েছে, তারপরেও কেউ কী করে বিয়ের কথা এভাবে অস্বীকার করতে পারে? আমি ভাবতে পারছি না।” দীর্ঘ ‘নাটক’-এর পর অবশেষে বিয়ের কথা স্বীকার করেছেন আদিলও। কিন্তু এই বিয়ের ভবিষ্যৎ কী? তা নিয়ে রীতিমতো ধন্দে রাখীর শুভানুধ্যায়ীরা।