কোথাও কোনও প্রচার নেই। নেই কোনও ঘোষণাও। এরই মধ্যে রাখী সাওয়ান্তের দাবি তিনি নাকি মা হয়েছেন। এখানেই শেষ নয়, তাঁর আরও দাবি যমজ সন্তান হয়েছে তাঁর। সন্তানের বাবা নাকি আদিল, রাখীর বর্তমান প্রেমিক। ‘বেবিবাম্প’-নিয়ে প্রকাশ্যে এসে এমনটাই বললেন তিনি।
রাখীর কথায়, “ওরা আদিলের সন্তান। খুন, হত্যা, চুরি, যুদ্ধের পৃথিবীতে ভগবান আমায় দুই মসিহা দিয়ে পাঠিয়েছেন। এই দুনিয়াকে পাপমুক্ত করার জন্যই আগমন হয়েছে তাঁর”। জানিয়ে রাখা যাক, রাখীর এই আজব দাবি আদপে পাব্লিসিটি স্টান্ট ছাড়া আদপে কিছুই নয়। ঠিক কী হয়েছে? জিমের পোশাকে রাখীকে বেরিয়ে আসতে দেখা যায়। দেখা যায় তাঁর উদর স্ফীত। রাখী দাবি করেন তিনি অন্তঃসত্ত্বা। যদিও এর কিছুক্ষণ পরেই বেরিয়ে আসে আসল সত্যি। না, সন্তানের লেশমাত্র নেই। বরং যে বস্তুটিকে বেবিবাম্প হিসেবে দাবি করেছিলেন রাখী তা আদপে দুটি বেলুন। খুব শীঘ্রই ওই দুই বেলুনকে পেট থেকে বের করে এনে পাপারাজ্জির সামনে বের করে ফাটিয়ে ফেলেন রাখী। যদিও ভিডিয়ো ততক্ষণে ভাইরাল। রাখীর এ হেন আচরণে বিরক্ত নেটিজেনদের একটা বড় অংশ। তাঁদের বক্তব্য, বিনোদন দেওয়া তাঁর কাজ হলেও মাতৃত্ব নিয়ে এ হেন মজা তিনি করতে পারেন না। রাখী যদি এই ব্যাপারে একেবারেই নিরুত্তাপ।
প্রচারের আলোয় থাকার জন্য এর আগেও এমন অনেক কাজ করেছেন তিনি, যা দুনিয়ার কাছে নেহাতই ‘অদ্ভুত’। কখনও স্পাইডারম্যান সেজে বিগবসের সেটের সামনে পৌঁছে যাওয়া আবার কখনও বা অদ্ভুত সাজপোশাকে ক্যানসার সচেতনামূলক অনুষ্ঠানে হাজির হওয়া– রাখীর এই তালিকা গুনে শেষ করা যাবে না। এবার সেই তালিকায় যোগ হল আরও একটি কাজ। মা না হয়েও মা হওয়ার অভিনব ‘নাটক’ চালিয়ে গেলেন তিনি। বাবা হিসেবে নাম নিলেন আদিলেরও।