তারক মেহতা কা উল্টা চশমা ধারাবাহিকের জনপ্রিয়তা প্রসঙ্গে আলাদা করে বলার কিছু থাকে না। জেঠালাল থেকে শুরু করে তারক, দয়া, প্রতিটা চরিত্রকে ঘিরে দর্শকমনের আবেগ ভিন্ন ভিন্ন। এই পরিবারকে ছাড়া যেন এক কথায় অচল বেশ কিছু ভক্ত বা দর্শকদের দৈনন্দিন জীবনও। সকলের সঙ্গে ঠিক এভাবেই অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গিয়েছে তারক মেহতা কা উল্টা চশমার কলাকুশলিরা। ফলে তাঁদের মুখ পরিবর্তন বা তাঁদের ধারাবাহিকে না থাকাটা এক কথায় কোথাও গিয়ে যেন বেশ মন খারাপের প্রসঙ্গ হয়ে দাঁড়ায়। এবারও তার ব্যতিক্রম হল না। গত কয়েকবছর ধরেই ধারাবাহিকে ফিরছেন না দয়া তথা দিশা ভাকানি। সন্তান হওয়ার কারণে নিয়েছিলেন বিরতি।
তবে খারাপ খবরের তালিকা এখানেই শেষ নয়, কারণ ১৪ বছর পর তারক মেহতা থেকে বিদায় নিয়েছেন শৈলেশ লোধা। খবর সামনে আসা মাত্রই তা নেট দুনিয়ায় হয়ে উঠেছিল ভাইরাল। বেশ কিছু চরিত্রের মুখ বদল ঘটেছে অতীতেও। পাল্টেছে হাতিভাই, কিন্তু কিছু চরিত্র রয়েছে যাঁরা এই ধারবাহিকের কর্ণধার। যার ফলে সেই খাতে কোপ পড়লেই বেজায় সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ শৈলেশ লোধা এমন এক অভিনেতা যাঁর মাধ্যমেই যোগসূত্রে বাঁধা ছিল এই ধারাবাহিক। তবে কী কারণে এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি! সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন তাঁর আগামী কাজ কাভি সাম্মেলনে। তিনি আরও জানান, তারক মেহতার চরিত্রে তাঁর আর তেমন কিছু করার ছিল না।
যদিও খবর সামনে উঠে আসছে চ্যালেনের কর্ণধার ও ধারাবাহিক নির্মাতা দর্শকদের আশ্বাস দিয়েছিলেন যে দয়া ও তারকের চরিত্র গল্পে থাকবে, খোঁজ চলছে নতুন মুখের। তাতেই বেজায় খুশি ছিলেন ধারাবাহিকের ভক্তরা। তবে এবার আর তেমনটা হল না। সম্প্রতি জানানো হল, যে ধারাবাহিকে নতুন মুখের খোঁজ বন্ধ থাকছে আপাতত। এখনই খোঁজ করা হচ্ছে না এই দুই চরিত্রের, যার ফলে একটা বিষয় স্পষ্ট ও পরিস্কার যে এখনই ফিরছে না গল্পে এই দুই। যার ফলে আবারও মন খারাপ ভক্তদের।