Shehnaaz Gill: আর সলমন নয়, এবার শাহরুখে নজর শেহনাজের, রাতদিন কাটছে কিং খানের সঙ্গেই…

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jul 11, 2022 | 9:51 AM

Untold Story: ভাইজানের ছবি থেকেই বলিউডে পা রাখার জল্পনা তুঙ্গে। পাশাপাশি সলমনের ওপর যে অধিকার জন্মেছে শেহনাজের, তা সকলের চোখের সামনেই স্পষ্ট।

Shehnaaz Gill: আর সলমন নয়, এবার শাহরুখে নজর শেহনাজের, রাতদিন কাটছে কিং খানের সঙ্গেই...

Follow Us

বিগ বস-এর ঘর থেকেই ফোকাসে শেহনাজ গিল। তাঁর নানান মজার কাণ্ড তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতেন ভক্তরা। কখনও সামনে উঠে আসতে দেখা যেত তাঁর ও সিদ্ধার্থ শুক্লার প্রেমকাহিনি, কখনও আবার শেহনাজের সহজ-সরল নানান মজার কাণ্ড কারখানা। তবে শেহনাজ গিলের কেরিয়ার শুরু হওয়ার আগেই বড় ধাক্কা সিদ্ধার্থ শুক্লার মৃত্যু। এক পলকে যেন সব রঙ হারিয়ে যায় তাঁর জীবন থেকে। শেহনাজ তবে থেকে থাকেননি। প্রতিটা পলকে নিজেকে সামলে রেখেছেন। প্রতিটা মুহূর্তে প্রমাণ করেছেন তাঁর একাগ্রতা।

এখন তিনি বেজায় ব্যস্ত। সম্প্রতি সলমন খানের স্নেহধন্যা শেহনাজ। ভাইজানের ছবি থেকেই বলিউডে পা রাখার জল্পনা তুঙ্গে। পাশাপাশি সলমনের ওপর যে অধিকার জন্মেছে শেহনাজের, তা সকলের চোখের সামনেই স্পষ্ট। কখনও ভাইজানকে জড়িয়ে ধরে কান্না, কখনও আবার চুম্বন, সবটাই কখনও না কখনও সমালোচনার কেন্দ্রে জায়গা করে নিয়েছে। সব ঠিক থাকলে সলমনের হাত ধরেই নাকি বলিউডে ‘বিগ ব্রেক’ পেতে চলেছেন শেহনাজ গিল। আসন্ন ছবি ‘কভি ইদ কভি দিওয়ালি’তে ভগ্নীপতি আয়ুষ খানের বিপরীতেই নাকি শেহনাজকে লঞ্চ করবেন ভাইজান খবর এমনটাই। শেহনাজের জন্য যে এ আক্ষরিক অর্থেই বড় ব্রেক হতে চলেছে তা বোধহয় বলার অপেক্ষা রাখে না।

তবে এখন শেহনাজের পছন্দের তালিকায় জায়গা করে নিলেন শাহরুখ খান। সম্প্রতি শাহরুখ খানের কেরিয়ার শুরুর প্রতিটা ছবি তিনি দেখছেন দিনভর। এক ব়্যাপিট ফাযার রাউন্ডে তিনি নিজেই বলেন, তাঁর ডার্ক শাহরুখ খান বেশি পছন্দের। তাই বাজিগর, ডর ছবি তিনি এখন বারে বারে দেখছেন। ভিলেক কিং খানকেই মন দিয়েছেন শেহনাজ। অবসরে এভাবেই এখন কাটছে তাঁর সময়। রাতদিন কেবল শাহরুখ খানের ছবিই দেখে চলেছেন তিনি। পাশাপাশি শেহনাজ এখন বেশি কিছু মডেলিং-এর কাজ করছেন, হাতে বেশ কয়েকটি প্রজেক্টের কাজও এসেছে। শেহনাজের লক্ষ্যে এখন বড়পর্দা, নিজেকে সেভাবেই গুছিয়ে নিচ্ছেন তিনি।

Next Article