পায়েলকে রাখিতে বিশেষ উপহার দিলেন রাহুল, তাতে লেখা …

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 22, 2021 | 2:00 PM

ছবি শেয়ার করেছেন পায়েল। রাহুল পায়েলকে একটি বই দিয়েছেন। কিন্তু যে সে বই নয়। বইটি নীনা গুপ্তর আত্মজীবনী, যা প্রকাশ পেয়েছে মাস কয়েক আগেই। বইয়ের নাম 'সাচ কহু তো...'।

পায়েলকে রাখিতে বিশেষ উপহার দিলেন রাহুল, তাতে লেখা ...
রাহুল-পায়েল

Follow Us

রবিবার রাখি। সোশ্যাল মিডিয়ায় প্লাবিত হচ্ছে ভাই-বোনের ভালবাসায়, রকমারি উপহারে। এই বিশেষ দিন পায়েল দে’রও উপহার-হীন কাটল না। জুটল পছন্দের উপহার। উপহার এল ইন্ডাস্ট্রিরই সহকর্মী রাহুল বন্দ্যোপাধ্যায়ের তরফে। পায়েলকে কী উপহার দিলেন রাহুল?

ছবি শেয়ার করেছেন পায়েল। রাহুল পায়েলকে একটি বই দিয়েছেন। কিন্তু যে সে বই নয়। বইটি নীনা গুপ্তর আত্মজীবনী, যা প্রকাশ পেয়েছে মাস কয়েক আগেই। বইয়ের নাম ‘সাচ কহু তো…’। ওই বইয়ে ভিভ রিচার্ডসের সঙ্গে প্রেম থেকে শুরু করে নানা অজানা কথা শেয়ার করেছেন নীনা, যাকে বলে অকপট স্বীকারোক্তি। পায়েলকে শুধু বইটি উপহার দিয়েছেন এমন নয়, বইয়ের প্রথম পাতায় একটি নোট লিখে দিয়েছেন রাহুল। লিখেছেন, “পায়েলকে, একজন শক্ত মনের মহিলা আর এক শক্ত মনের মহিলার বই-ই পাওয়ার যোগ্য… রাহুল… রাখি ২০২১।” উপহারের ছবি শেয়ার করে আহ্লাদিত পায়েল লিখেছেন, “আমার ভাইয়া… আমার সিনিয়র, আমার সহভিনেতা… এবং এ সবের ঊর্ধ্বে গিয়ে একজন ভাল মানুষ। অনেক ভালবাসা আর শ্রদ্ধা।” রাহুলের সঙ্গে একটি মিষ্টি ছবিও শেয়ার করেছেন পায়েল যা দেখে নেটিজেনদের মুখে একটাই কথা, ‘ভীষণ মিষ্টি’।

প্রসঙ্গত, এই মুহূর্তে একটি ধারাবাহিকে একসঙ্গে কাজ করছেন রাহুল আর পায়েল। ধারাবাহিকের নাম দেশের মাটি। রাহুলের চরিত্রের নাম রাজা আর পায়েল সেখানে উজ্জয়িনী। ওই ধারাবাহিকে রাহুলের বিপরীতে রুকমা থাকলেও অনস্ক্রিন রাহুলের সঙ্গে স্নেহের সম্পর্ক পায়েলের। অফস্ক্রিনও তাই। রাখির বিশেষ দিনে সেই সম্পর্কেরই ঝলক দেখা গেল অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। ‘দেশের মাটি’ শুরু হওয়ার পর থেকেই দর্শকের একাংশের পছন্দ রাজা-মাপি জুটি। তাঁদের আনন্দে ফেসবুকে গদগদ পোস্ট, তাঁদের বিরহে চোখে জল আসে ভক্তদের। ধারাবাহিকের প্লট বলছে সম্প্রতি নানা সমস্যার সম্মুখীন হয়েও সাতপাকে বাঁধা পড়েছেন তাঁরা। উচ্ছ্বাসে যেন বাঁধ ভেঙেছিল ‘রাম্পি’ ভক্তকুলের।
এত পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু সপ্তাহ কয়েক আগে রাম্পি ফ্যানের একাংশ অতি আনন্দে শুরু করেছিল ধারাবাহিকটির অন্যান্য জুটিকে অপমান। শুরু হয়েছিল কুৎসিত ট্রোলও। এই ট্রোলিংয়ের সবচেয়ে বড় শিকার ধারাবাহিকের অন্যতম মুখ্য চরিত্র শ্রুতি দাস ওরফে নোয়া ও দিব্যজ্যোতি ওরফে কিয়ান। এ নিয়ে মুখ খুলেছিলেন রাহুল। ফেসবুকে তিনি লিখেছিলেন, “অনেকদিন অনেক কিছু সহ্য করছি,কিন্তু রাজা-মাম্পি কে ভালোবাসার অর্থ যদি হয় আমার সহ অভিনেতা/অভিনেত্রীদের অপমান করা…রক্ষে করুন,চাই না এমন ভালোবাসা”। রাহুলের সমর্থনে এগিয়ে আসেন রুকমাও। তিনি লেখেন, “ঠিক কথা বলেছ, সব কিছুর একটা লিমিট থাকা উচিত।”

পরে যদিও রাহুল এক লাইভে বলেন, তিনি সব রাম্পি ফ্যানেদের উদ্দেশ্যে এ কথা বলেননি। তাঁর ওই পোস্ট নির্দিষ্ট একটি পেজের বিরুদ্ধে যারা ইচ্ছাকৃত ভাবে কদর্য ভাষায় আক্রমণ করে চলেছেন ধারাবাহিকের অন্যতম চরিত্রদের। পর পর দুটি ধারাবাহিকে ব্যর্থতার পর রাজা চরিত্রটি তাঁকে জনপ্রিয়তা দিয়েছে। আর তা রয়েছে সম্পূর্ণ দর্শকের হাতেই। ফলে তাঁকে, তাঁর কাজকে রাজা-মাম্পি জুটিকে যাঁরা ভালবাসেন, তাঁদের আঘাত করা অভিনেতার ফেসবুক পোস্টের উদ্দেশ্য ছিল না বলে স্পষ্ট জানান রাহুল। একদিকে যেমন রাহুল-রুকমা জুটি, অন্যদিকে ওই ধারাবাহিকে আরও এক আলোচিত জুটি হল তথাগত-পায়েলের। মেগা সামলেও দিন কয়েক আগেই বড় পর্দায় ডেবিউ হয়েছে পায়েলের। বিরসা দাশগুপ্তর মুখোশ ছবিতে অভিনয় করেছেন তিনি। তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে দর্শকমহলে।

আরও পড়ুন- বিগবসে এ বার রেখাও! তবে সশরীরে নয়, দেখা যাবে এক বিশেষ ভূমিকায়

Next Article