সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পার হয়েছে প্রায় তিন বছর। তবু রিয়া চক্রবর্তীকে নিয়ে আলোচনা গুঞ্জন থামেনি। আজও তিনি নেটিজেনদের একটা বড় অংশের চক্ষুশূল। রিয়া কাজে ফিরেছেন আবারও। আজ অর্থাৎ সোমবার তাঁর জীবনের এক বিশেষ দিন। তাঁর খুব কাছে এক মানুষের জন্মদিন আজ, কে তিনি যার সঙ্গে বেশ কিছু আদরমাখা ছবি পোস্ট করেছেন রিয়া। তিনি আর কেউ নন, রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী। ভাইয়ের সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করে রিয়া লেখেন, “আমার ছোট্ট সোনার জন্য অনেক অনেক শুভেচ্ছা, আমার যোদ্ধা।”
সমালোচনা এসেছে এই পোস্টেও, ভাইয়ের সঙ্গে ছবি দিতেই তাঁকে ‘খুনি’ তকমা দিতেও পিছপা হননি কেউ কেউ। মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন রিয়া। গ্রেফতার হন শৌভিকও। বেশ কয়েক মাস হাজতবাস হয় তাঁর। ২০২০ সালে ছাড়া পান তিনি। এর পর থেকে নিজেকে কার্যত গুটিয়েই রেখেছেব শৌভিক। তাঁর সোশ্যাল মিডিয়ায় ঢুঁ দিলে যদিও এখনও দেখা যায় সুশান্তের সঙ্গে একাধিক ছবি। সুশান্তের সঙ্গে বেশ ভালই সম্পর্ক ছিল তাঁর।
অন্যদিকে রিয়া প্রথম দুই বছর কর্মহীন থাকলেও সম্প্রতি ছন্দে ফিরেছে তাঁর জীবন। এক রিয়ালিটি শো’য়ের মুখ তিনি। শোনা যাচ্ছে সম্পর্কেও জড়িয়েছে রিয়া। যদিও এ নিয়ে মুখ খোলেননি রিয়া। তবে বান্টি সাজেদেহের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা সেই ইঙ্গিতই করছে। আপাতত পিছনে ফিরে তাকাতে নারাজ তিনি। এগিয়ে যেতে চান সামনে।