বিগত বেশ কিছু দিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন, মা হতে চলেছেন রুবিনা দিলায়েক। তিনি এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। কিন্তু ভাইরাল হওয়া ছবি যেন বলছে অন্য কথা। কিছু দিন আগেই জন্মদিন গিয়েছে রুবিনার। জন্মদিনে তাঁর স্বামী অভিনব শুক্লা প্ল্যান করেছিলেন অনেক কিছুই। সেই সব ছবিই সামাজিক মাধ্যমে শেয়ার করে রুবিনা লিখেছেন, “সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ”।
রুবিনা শেয়ার করেছেন মন্দিরে পুজো দেওয়ার ছবি। তা দেখে নেটিজেনদের একটা বড় অংশের বক্তব্য, মা হতেই চলেছেন তিনি। বেশিরভাগ ছবিতে পেট কোনও না কোনও ভাবে ঢেকে রয়েছেন তিনি। যা দেখে নেটিজেনদের ধারণা আরও স্পষ্ট হয়েছে। যদিও রুবিনা এই নিয়ে এখনও চুপ রয়েছেন, তাঁর স্বামী অভিনবও মুখ খোলেননি। তবে এই প্রথম নয়, এর আগেও রুবিনার মা হওয়ার গুঞ্জন সামনে এসেছে। যদিও অতীতে সেই সব গুঞ্জন খন্ডন করেছেন। গত বছর এক ডাক্তারখানার সামনে তাঁর ছবি ভিডিয়ো ভাইরাল হয়। সেই সময়ও রটে তিনি মা হচ্ছেন। যদিও এক পোস্টের মাধ্যমে সত্যি জানিয়ে রুবিনা লেখেন, “ধারণার ভ্রান্ত ধারণা। এর পর কোনও বাড়িতে যাওয়ার আগে দেখে নিতে হবে সেখানে কোনও ডাক্তার খানা আছে কিনা।” তবে এবার তাঁর নীরবতা মা হওয়ার গুঞ্জনকে করেছে গাঢ়।
প্রসঙ্গত, ২০১৮ সালে বিয়ে করেন অভিনব ও রুবিনা। মাঝে তাঁদের সম্পর্ক টালমাটাল হয়ে গিয়েছিল। কিন্তু ‘বিগবস’-এর বাড়িতে ঠিক হয়ে যায় সবটা। বিগবস হাউজ থেকে বেরিয়ে সুখে সংসার করছেন তাঁরা।