Tolly Gossip: বিয়ের পরেই নাকি সংসারে অশান্তি? অবশেষে এল অনামিকার বার্তা

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 29, 2023 | 7:45 PM

Anamika Chakraborty: বিয়ে হয়েছে মাত্র দুই মাস পার হয়েছে ছোটপর্দার পরিচিত মুখ অনামিকা চক্রবর্তীর। গত ২৮ জুন উদয় প্রতাপ সিংয়ের সঙ্গে পাহাড়ে বিয়ে সারেন তিনি।

Tolly Gossip: বিয়ের পরেই নাকি সংসারে অশান্তি? অবশেষে এল অনামিকার বার্তা
অনামিকা চক্রবর্তী ও উদয় প্রতাপ সিং

Follow Us

 

বিয়ে হয়েছে মাত্র দুই মাস পার হয়েছে ছোটপর্দার পরিচিত মুখ অনামিকা চক্রবর্তীর। গত ২৮ জুন উদয় প্রতাপ সিংয়ের সঙ্গে পাহাড়ে বিয়ে সারেন তিনি। এর পর থেকেই অনামিকাকে নিয়ে রটেছে একের পর এক গুঞ্জন। রটেছে তাঁদের সম্পর্ক নাকি মোটেও ভাল যাচ্ছে না। শুধু কি তাই? বিয়ের পর থেকে সামাজিক মাধ্যমে অনামিকার নীরবতাও সেই আগুনে ঢেলেছে ঘি। অনেকেই অনুমান করেছিলেন হয়তো ঝামেলা চলছে দু’জনের মধ্যে। হচ্ছে না ঠিকঠাক বনিবনা।

অবশেষে দু’মাস পার হতেই জলের মতো পরিস্কার হল সবটা। বিয়ের দু’মাস পার হতেই একটি ছবি পোস্ট করেছেন অনামিকা। মুখোমুখি অনামিকা ও উদয়। দু’জনের হাতে হাতে। অনামিকার হাতে লেগে মেহেন্দি। চুল বাঁধা। পরবে রয়েছে সাদামাঠা পোশাক। মিষ্টি হাসিতে দু’জনে তাকিয়ে রয়েছেন দু’জনের দিকে। ছবি শেয়ার করে অনামিকা লিখেছেন, “এখনও পর্যন্ত সবটা ভাল”। শত্রুর মুখে কার্যত ঝমা ঘষে দিয়েছেন তিনি। বুঝিয়ে দিয়েছেন ভালই আছেন তাঁরা। ছবি পোস্ট না করতে পারেননি ঠিকই, কিন্তু তাঁর মানে এই নয় যে তাঁদের ঝামেলা হয়েছে।

প্রসঙ্গত, ঘটা করে বিয়ে করেননি অনামিকা ও উদয়। গত ২৮ জুন কাছের বন্ধুদের নিয়ে করেছিলেন এক ঘরোয়া অনুষ্ঠান, এরপর সোজা উড়ে গিয়েছিলেন পাহাড়ে। সেখানেই বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়েই সেরে ফেলেছিলেন হনিমুন। একেবারে ছিমছাম বিয়ে সেরেছিলেন দু’জনে। পরেছিলেন সাদামাঠা পোশাক। তাঁদের ছবিগুকলি সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয় হয়।

Next Article