মা হতে চলেছেন অভিনেত্রী ঋদ্ধিমা সেন। সোশ্যাল মিডিয়ায় সুখবর শেয়ার করেছিলেন তিনি নিজেই। খবর শোনা মাত্রই শুভেচ্ছাবার্তার বন্য বয়ে যায় নেটদুনিয়ায়। বর্তমানে বাড়িতেই সময় কাটছেন ঋদ্ধিমা। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই হাজির হয়ে থাকেন। তবে এবার নিজেই জানালেন তাঁর অন্তঃসত্ত্বা ক্রেভিং-এর কথা। পাহাড়ে তোলা এক ছবি শেয়ার করলেন। দার্জিলিং-এর স্মৃতিতে ফিরলেন তিনি। লিখলেন তাঁর ক্রেভিং-এর তালিকায় রয়েছে দার্জিলিং, শীত ও সোয়েটার। অভিনয় থেকে বেশ কিছুদিনের বিরতিতে গিয়েছেন ঋদ্ধিমা সেন। এখন সম্পূর্ণ বিশ্রামেই আছেন অভিনেত্রী। ভক্তরা তাই মাঝে মধ্যেই খোঁজ নিয়ে থাকেন ঋদ্ধিমার।
এখন কেমন আছেন তিনি! কীভাবে কাটছে সময়? সদ্য সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করলেন ঋদ্ধিমা, তাতে একটা বিষয় স্পষ্ট তিনি বেশ আছেন, তবে না, কড়া ডায়েট মেনে চলা নয়। নিয়ম মেনেই বেশ কিছুটা চিট ডায়েট এখন চুটিয়ে উপভোগ করছেন। সোশ্যাল মিডিয়ায় সেই ফুটি ঋদ্ধিমাই লিখলেন, ‘৯ মাস, প্রতিদিন চিট ডে’। নতুন বছরের প্রথম দিনেই সুখবর দিয়েছিলেন ঋদ্ধিমা ও গৌরব। জানিয়েছিলেন, পরিবারে সদস্য সংখ্যা বাড়তে চলেছে তাঁদের। ঋদ্ধিমা এই মুহূর্তে অন্তঃসত্ত্বা।
পয়লা বৈশাখে অন্তঃসত্ত্বা হওয়ার খবর শেয়ার করেছিলেন অভিনেত্রী ঋদ্ধিমা। সোশ্যাল মিডিয়ায় বেবিবাম্পের একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, “একটা দারুণ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে চলেছি। পয়লা বৈশাখের শুভ দিনেই ঘোষণা করছি, আমরা সন্তানের অপেক্ষায় রয়েছি। আপনাদের শুভেচ্ছা দরকার।” খবর প্রকাশ পাওয়া মাত্রই শুভেচ্ছায় ভরেছে সোশ্যাল মিডিয়া। শুভেচ্ছা জানিয়েছিলেন গৌরব চট্টোপাধ্যায়ও। খুব বেশি দিনের অপেক্ষা নয়। চলতি বছরই সন্তানের জন্য দেবেন তিনি।