বছর শেষেই আসতে চলেছে রণবীর সিং অভিনীত ছবি সার্কাস। বড় পর্দায়, রোহিত শেট্টি চমক দর্শক মনে ঠিক কতটা ঝড় তুলবে তা নিয়ে এখন উত্তেজনায় গোটা টিম। রমরমিয়ে চলছে ছবির প্রচারও। তাই মাঝে মধ্যেই বিভিন্ন রিয়ালিটি শোয়ে সার্কাস টিমকে উপস্থিত হতে দেখা যাচ্ছে। আর ছবি প্রচার যেখানে, সেখানে থাকবে না কাপিল শর্মা শো তা কি হয়। তাই সার্কাস সপরিবারে উপস্থিত হল কপিল শর্মা শো-এর সেটে। প্রোমো সামনে আসতেই তা মুহূর্তে ভাইরাল হয়ে ওঠে। কমেডিয়ান কপিল শর্মা, তাঁর কথার জাদুতে ও প্যাঁচে দর্শকসহ সেলেবদের যেভাবে নজর কেড়ে থাকেন, তা এককথায় বেশ প্রশংসিত। যদিও নতুন সিজন শুরু হবার সময় দর্শকেরা জানিয়েছিলেন কাপিলের সংলাপ নাকি একপাশে হয়ে যাচ্ছে।
তবে সেলেবের সঙ্গে মন খুলে আড্ডায় জমজমাট এই শো থেকে মুখ ফেরারনি কেউই। সেই কারণেই আজও জনপ্রিয়তার শীর্ষে দা কাপিল শর্মা শো। সেখানে এসে এবার রোহিত শেট্টি, রণবীর সিং মন খুলে দিলেন আড্ডা। তবে কথার পৃষ্ঠে পাল্টা জবাব দিতে কতটা পোক্ত রোহিত শেট্টি তার আরও একবার প্রমাণ রেখে গেলেন তিনি।
কপিল শর্মা মজা করেই প্রকাশ্যে জানান, এই টিমকে সেটে নিয়ে আসা সবথেকে বেশি ব্যয়বহুল। বিষয়টি বিন্দুমাত্র অস্বীকার না করেই রোহিত শেট্টি নিজের দিকে সমস্ত ক্রেডিট টেনে নেযন। জানান তার জন্য শো-এর টিআরপিও তো বাড়তে থাকে। তাই কেবল ব্যয় বহন করাই নয়, তার পেছনে রয়েছে প্রযোজনা সংস্থার লাভের অংশও। যা স্পষ্ট করতে পিছপা হলেন না রোহিত শেট্টি।
২৩ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি। তবে সিরিয়াস নয়, গোলমাল দর্শকদের জন্যই এই ছবি তৈরি বলেই সাফ জানান রোহিত শেট্টি। এখন দর্শকদের নজরে সত্যি কি এই ছবি বিটাউন বক্স অফিসকে ছন্দে ফেরাবে?