বেশ কয়েক বছর ধরে খবরের শিরোনামে বারে বারে জায়গা করে নিচ্ছেন অভিনেতা তেজস্বী প্রকাশ ও করণ কুন্দ্রা। করণের সঙ্গে তেজস্বী সম্পর্ক তৈরি হয় বিগ বসের ঘরে। রিয়ালিটি শো-তে অনেক সম্পর্কই রাতারাতি গজিয়ে উঠতে দেখা যায়। তবে তার মধ্যে এমন বেশ কিছু সম্পর্ক থাকে যা বাস্তবে আরও মজবুত ও আরও গভীর হয়ে ওঠে। শেহনাজ গিল্ড ও সিদ্ধাথ শুক্লা ছিল তেমনি এক সম্পর্কের নিদর্শন। তেজস্বী প্রকাশ ও করণ কুন্দ্রাও সেই তালিকায় নাম লেখান। যদিও করণের আগে সম্পর্ক ভাঙার ফলে অনেকেই আস্থা হারিয়েছিলেন অভিনেতার উপর। প্রকাশ্যে একাধিক অভিযোগ এনেছিলেন আনুষা দান্দেকার। তবে সে সব আজ অতীত। তেজস্বী সঙ্গে এক প্রকার এখন চুটিয়ে প্রেম করছেন কারণ।
দুই পরিবারের তরফ থেকেই কোন আপত্তির খবর সামনে আসেনি। যদি প্রথম প্রথম তেজস্বী পরিবার করণ কুন্দ্রাকে নিয়ে খানিকটা সন্দেহ প্রকাশ করলেও বর্তমানে তা স্বাভাবিক। একপ্রকার লিভ ইন সম্পর্কেই আছেন তাঁরা। তবে এবার আর ভারতের বুকে নয়, সোজা দুবাইতে পাড়ি দিল জুটি। সেখানে দু থেকে চার কোটির একটি বিলাসবহুল ফ্ল্যাট তারা কিনে ফেললেন। গত কয়েকদিন ধরেই এই খবর সর্বত্র ছড়িয়ে পড়লেও তাঁদের ফ্ল্যাটের অন্দরমহল ঠিক কেমন তা জানার কৌতুহল ছিল ভক্ত মনে তুঙ্গে। এবার ভক্তদের মনের ইচ্ছে পূরণ করে তেজস্বী প্রকাশ ও কারণ কুন্দ্রা নিজেই ঘুরে দেখালেন তাদের নতুন ফ্ল্যাট কীভাবে সাজানো।
তবে কি এবার বাজতে চলেছে বিয়ের সানাই। একাধিকবার সাক্ষাৎকারে করণ কুন্দ্রাকে বলতে শোনা যায় তিনি বিয়ের জন্য রাজি। যদিও তেজস্বীকে এই বিষয়ে খুব একটা স্পষ্ট মন্তব্য করতে দেখা যায় না। একবার তেজস্বী এই প্রসঙ্গে তার মন্তব্য জানিয়ে রীতিমত চমকে দিয়েছিলেন করণ কুন্দ্রাকে। জানিয়েছিলেন তিনি বিয়ে বিষয়টাতেই তেমনভাবে বিশ্বাসী নন, তবে সম্পর্কে তিনি আস্থা রাখেন। ফলে এই জুটি এভাবেই থাকবে নাকি শীঘ্রই চার হাত এক হতে চলেছে তার কোন স্পষ্ট উত্তর মেলেনি এখনও।