Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bigg Boss: ‘বিগ বস’ কি স্ক্রিপ্টেড? রিয়্যালিটি শো নিয়ে এ কী বললেন শক্তি কাপুর…

Shakti Kapoor: এই শোয়েরই প্রতিযোগী ছিলেন বলিউড অভিনেতা শক্তি কাপুর। সিজ়ন ৫-এ দেখা গিয়েছিল তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই শো নিয়ে মুখ খুলতে দেখা যায় তাঁকে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই শো মোটেও স্ক্রিপ্টেড নয়। সেই কারণেই তিনি গিয়েছিলেন এই শোয়ে।

Bigg Boss: 'বিগ বস' কি স্ক্রিপ্টেড? রিয়্যালিটি শো নিয়ে এ কী বললেন শক্তি কাপুর...
Follow Us:
| Edited By: | Updated on: Oct 09, 2023 | 3:42 PM

‘বিগ বস’, টেলিভিশন দুনিয়ায় জনপ্রিয় রিয়্যালিটি শো। যার চর্চা সর্বত্রই থাকে বর্তমানে। সলমন খানের এই ঘরে একের পর এক চমক থেকে বিতর্ক, খেলা থেকে শুরু করে গসিপ, সবটাই থাকে কোণায় কোণায়। সেলিব্রিটিদের এই ঘরে এক কথায় বন্দি থাকতে হয়। যেখানে তাঁদের নয়, সমস্ত রাজত্বই চলে এই শো কর্তাদের। যার ফলে এই শোয়ে টিকে থাকার চ্যালেঞ্জটাই হল বিস্তর। যেখানে ২৪ ঘণ্টাই একাধিক ক্যামেরা তাক করে রয়েছে তাঁদের দিকে। একদিকে যেন এই শোয়ে মজে রয়েছেন একশ্রেণির ভক্তরা। ঠিক তেমনই আবার অপর শ্রেণি মনে করেন এই ধরনের রিয়্যালিটি শো এক কথায় স্ক্রিপ্টেড। অর্থাৎ পুরোটাই সাজানো। আগে থেকে সবটাই নাকি পরিকল্পনা করা থাকে, বাকিটা অভিনয়।

এই শোয়েরই প্রতিযোগী ছিলেন বলিউড অভিনেতা শক্তি কাপুর। সিজ়ন ৫-এ দেখা গিয়েছিল তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই শো নিয়ে মুখ খুলতে দেখা যায় তাঁকে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই শো মোটেও স্ক্রিপ্টেড নয়। সেই কারণেই তিনি গিয়েছিলেন এই শোয়ে। তিনি বলেছিলেন, আমি এই শো করেছি এক অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য। আমি কখনও চিৎকার করিনি, আমি ঝগড়াও করিনি। তাঁর কথায়, তিনি এই ঘরের মধ্যে পরিবারের ফোটো সঙ্গে নিয়ে গিয়েছিলেন। কেবল তিনিই নন, অতীতে বহু স্টারকে এই দাবি করতে দেখা গিয়েছে যে বিগ বস মোটেও স্ক্রিপ্টেড নয়। যদিও এক শ্রেণির মত, বিগ বসের অন্দরমহলে যা যা হয়, তার অধিকাংশটাই স্ক্রিপ্টেড, অধিকাংশটাই সাজানো, চ্যানেলের TRP বাড়ানোর জন্য। তবে অনেকেই আবার দাবি করেন এসব মিথ্যে।  সামনেই শুরু হতে চলেছে এই শো। যা নিয়ে এখন বিভিন্ন মহলে চর্চা তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বিগ বস-এর একাধিক প্রোমো। অক্টোবর মাসেই শুরু হতে চলেছে এই রিয়্যালিটি শো।