আকাশছোঁয়া পেট্রোপণ্যের দাম। লিটার প্রতি ১০২টাকা দরে বিক্রি হচ্ছে পেট্রোল। মধ্যবিত্তের নাভিশ্বাস উঠেছে। মুখে হাসি নেই ক্যাবচালকদেরও। জায়গায় জায়গায় হচ্ছে বিক্ষোভ-প্রতিবাদ। শিয়ালদহ থেকে পার্কসার্কাস যেতেই ট্যাক্সি চালাক হাঁকাচ্ছেন মিটারের চেয়েও ১০০ টাকা বেশি দাম। প্রতিবাদ করলেই আমজনতাকে শুনতে হচ্ছে পেট্রোলের দাম বেড়ে যাওয়ার অভিযোগ। ভোগান্তিতে রাজ্যবাসী। এরই মধ্যে খরচ বাঁচাতে উপায় বাতলে দিলেন অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য।
ইনস্টাগ্রামে এক ভিডিয়ো পোস্ট করেছেন শ্রীমা। মেঘলা দিনে খোলা চুলে শহুরে পিচ-ঢালা রাস্তায় সাইকেল চালাচ্ছেন অভিনেত্রী। পিঠে রয়েছে ছোট্ট হলুদ ব্যাগ। গন্তব্যে যাওয়ার তাড়া নেই। শ্রীমা ক্যাপশনে লিখেছেন, “যখন পেট্রোলের দাম ১০২ টাকা… সাইকেল চালকদের বলতে ইচ্ছে করে, কী মজা আসছে তো?” শ্রীমার সঙ্গে সহমত নেটিজেনরাও। কমেন্ট বক্সে অনেকেই লিখেছেন, “ঠিকই বলেছেন। পাবলিক ট্র্যান্সপোর্টে ভিড়, ক্যাবের যা দাম আমি তো সাইকেল নিয়েই অফিসে যাই।” আর একজনের বক্তব্য, “সাইকেলই এখন বিএমডব্লিউ”।
শ্রীমার এই পোস্ট যেমন নজর কেড়েছে দিন কয়েক আগে নেটিজেনদের নজর এড়ায়নি অভিনেত্রীর আরও এক পোস্ট। ইনস্টগ্রামে এক প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন তিনি। লিখেছিলেন, ““আমরা যারা অভিনয়ের সাথে যুক্ত, মনে হাজার কষ্ট জমিয়ে রেখে, CAMERAর সামনে হাসি মুখে দাঁড়াতে হয়। চোখের জল গুলো লোকোচুরি খেলে, কখনো নিজের অজান্তেই ধপ্পা বলে বেড়িয়ে আসে। action and cut এর মাঝে হারিয়ে যাওয়ামানুষের আওয়াজ কেন আসে?”
গৌরব রায় চৌধুরীর সঙ্গে সম্পর্ক ছেদ হওয়ার পর আপাতত নিজেকে সিঙ্গল বলে দাবি করেন শ্রীমা। সূত্রে খবর, দিন কয়েক আগে গৌরব অসুস্থ হওয়ার পর তাঁর পুরনো ঠিকানা থেকেও পৌঁছেছিল ফোন। যদিও মেলেনি উত্তর। অন্যদিকে শ্রীমার নতুন প্রেমের খবরেও মশগুল টলি পাড়া। যদিও অভিনেত্রীর দাবি তিনি একবারে ‘একা’। ‘দ্বিতীয় পুরুষ’-এর আগমন ঘটেনি। এ সবের মধ্যে শ্রীমার পেট্রোল-পোস্ট মনে ধরেছে নেটিজেনদের। আমজনতা থেকে সেলেব– পেট্রোল জ্বরে কাবু সবাই… সেই বার্তাই দিয়েছেন শ্রীমা।
আরও পড়ুন-বড় পর্দায় বেলা বোস, পরিচালক অঞ্জন দত্ত, বেলার ভূমিকায় কে?