‘তুমিই ছিলে… তুমিই থাকবে, … সারা জীবন তোমার পাশে কি রাখবে?’ কার প্রতি এই বার্তা শ্রীমার?

Shreema Bhattacherjee: শ্রীমার জীবনে আগেও প্রেম এসেছে। সে প্রেমের খবর ইন্ডাস্ট্রির অনেকেই জানতেন। সিরিয়ালের সেটে আলাপ হয়েছিল দুজনের।

‘তুমিই ছিলে... তুমিই থাকবে, ... সারা জীবন তোমার পাশে কি রাখবে?’ কার প্রতি এই বার্তা শ্রীমার?
শ্রীমা ভট্টাচার্য। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 21, 2021 | 3:47 PM

‘তুমিই ছিলে তুমিই আছো তুমিই থাকবে, জীবন যুদ্ধে সারা জীবন তোমার পাশে কি রাখবে?’ এই বার্তা কি প্রেমের? বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করে ক্যাপশনে এই কথা লিখেছেন। তা দেখে স্বাভাবিক ভাবেই কৌতূহল বেড়েছে অনুরাগীদের মধ্যে।

না! কার প্রতি এই বার্তা তা অবশ্য খোলসা করেননি অভিনেত্রী। তিনি যে সেই প্রিয়জনের পাশে থাকবেন, এ একরকম নিশ্চিত। কিন্তু সেই প্রিয়জন অভিনেত্রীকেও তাঁর পাশে রাখবেন কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে শ্রীমার। তা হলে কি নতুন করে প্রেমে পড়লেন তিনি?

শ্রীমার জীবনে আগেও প্রেম এসেছে। সে প্রেমের খবর ইন্ডাস্ট্রির অনেকেই জানতেন। সিরিয়ালের সেটে আলাপ হয়েছিল দুজনের। সেখান থেকে বন্ধুত্ব এবং প্রেম। গত বছর গোটা লকডাউন-প্যান্ডেমিক জুড়ে শ্রীমা ভট্টাচার্য এবং গৌরব রায় চৌধুরীর প্রেমের খবরে উত্তাল ছিল নেটমাধ্যম। কিন্তু সেই প্রেমেও বিচ্ছেদ এসেছে। গত অক্টোবর থেকে নাকি আর একসঙ্গে নেই গৌরব-শ্রীমা, খবর তেমনটাই।

খবরে নাকি শিলমোহর বসে শ্রীমার শেষ জন্মদিনে। কারণ শ্রীমার জন্মদিনে দেখা যায়নি গৌরবকে। অন্যদিকে সোশ্যাল মিডিয়া থেকে শ্রীমার সঙ্গে গৌরবের ছবি মুছে দেওয়াও জল্পনা বাড়িয়েছিল। গুঞ্জন উঠেছিল, তাঁদের সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে। সূত্র আরও বলছিল, সেই তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে গৌরবের জীবনে। যদিও গৌরব বা শ্রীমা কেউই এ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি কোনওদিন। এ বার কি তাহলে শ্রীমার জীবনেও এলেন নতুন মানুষ?

দিন কয়েক আগে অন্য একটি পোস্টেরই ক্যাপশনে শ্রীমা লিখেছিলেন, “আরে আরে সাবধান!!! আর একটু হলেইতো আমার প্রেমে পড়ে যেতে।” সঙ্গে এক উইঙ্ক ইমোজি। রসিকতা করেছিলেন অভিনেত্রী। মজার ছলেই করেছিলেন পোস্ট। তবু নেটিজেনরা শত সাবধানী বাণী শুনেও কিছুতেই শোনেননি, প্রমাণ ছিল শ্রীমার কমেন্ট বক্স। আজকের পোস্টও কি নিছক রসিকতা?

কয়েক মাস আগে সপরিবার করোনা আক্রান্ত হয়েছিলেন শ্রীমা। বাবা, মা এবং ভাইয়ের সঙ্গে থাকেন তিনি। এখন সকলেই সুস্থ। অসুস্থতার সময় অক্লান্ত ভাবে পাশে ছিলেন বন্ধুরা। সে কথা প্রকাশ্যে শেয়ারও করেছিলেন।

‘বেদের মেয়ে জ্যোৎস্না’ ধারাবাহিকে শেষ কাজ করেছিলেন শ্রীমা। লকডাউনের আগে টেলিভিশনের একটি অফার ছিল তাঁর কাছে। কিন্তু দিন কয়েক আগেই এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ওই চরিত্রের জন্য আমি প্রস্তুত নই বলে মনে হয়েছিল। তাই অফারটা অ্যাকসেপ্ট করিনি। একটা ওয়েবের কথা হয়ে রয়েছে। আউটডোর শুটিং।” এ ছাড়াও টেলিভিশনের জন্য তৈরি অরিজিনাল একটি ছবির কাজও শেষ করেছেন শ্রীমা। লকডাউন উঠে যাওয়ার পর ধীরে ধীরে অনেক কাজ শুরু হয়েছে। ফের কবে অভিনেত্রীকে ধারাবাহিকে দেখা যাবে, তা জানতে অপেক্ষায় দর্শক।

আরও পড়ুন, ইউভানের প্রথম গিটার ক্লাস, শিক্ষক কে জানেন?