Sonu Nigam: গানের মঞ্চে দাঁড়িয়ে বিউলির ডালের বড়ি তৈরি করলেন সোনু নিগম, শিখলেন বাঁকুড়ার শিল্প

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Nov 11, 2021 | 9:52 AM

'সুপার সিঙ্গার'-এ প্রতিযোগীদের একজন বাঁকুড়ার তনুশ্রী। বাংলার লোকগানের পসরা সাজিয়েছেন তিনি। সুপার সিঙ্গারের মঞ্চে প্রতিশ্রুতি দিয়েছিলেন বাঁকুড়ার সংস্কৃতিকে তুলে ধরবেন।

Sonu Nigam: গানের মঞ্চে দাঁড়িয়ে বিউলির ডালের বড়ি তৈরি করলেন সোনু নিগম, শিখলেন বাঁকুড়ার শিল্প
সোনু নিগম

Follow Us

গানের রিয়্যালিটি শো ‘সুপার সিঙ্গার’ সিজ়ন ৩-এ গান ছাড়াও ছড়িয়ে থাকে টুকরো মজা ও আনন্দ। এই শোয়ের সঞ্চালক যিশু সেনগুপ্ত। প্রায় একা হাতেই শো মাতিয়ে রাখেন তিনি। সেই সঙ্গে পাল্লা দিয়ে চলে বিচারকদের অংশগ্রহণ। প্রতিযোগীদের সঙ্গেও হাসি ঠাট্টা চলতে থাকে। সেই প্রতিযোগীদেরই একজন বাঁকুড়ার তনুশ্রী। বাংলার লোকগানের পসরা সাজিয়েছেন তিনি। সুপার সিঙ্গারের মঞ্চে প্রতিশ্রুতি দিয়েছিলেন বাঁকুড়ার সংস্কৃতিকে তুলে ধরবেন।

বাঁকুড়ার বড়ি বিখ্যাত। কীভাবে সেই বড়ি দিতে হয় শেখালেন তনুশ্রী। সেই কাজে অংশগ্রহণ করলেন কে? সোনু নিগম। বিউলির ডালের বড়ি কীভাবে তৈরি করতে হয় তা দেখানোর যাবতীয় আয়োজন করেছিল চ্যানেল। মনযোগ সহকারে সেই বড়ি তৈরি করতে শিখলেন সোনু। তিনি এই শোয়ের বিচারক। তাঁর সঙ্গে আরও দুই তারকা সুপার সিঙ্গার বিচার করেন – কৌশিকী চক্রবর্তী ও কুমার শানু। সোনুর বড়ি তৈরি শেখা দেখতে তাঁরাও বিচারকের আসন ছেড়ে চলে আসেন মঞ্চে। বেশ অনেকক্ষণ ধরেই চলতে থাকে বড়ি তৈরির প্রক্রিয়া।

এর আগেও সুপার সিঙ্গারের মঞ্চে আনন্দে মেতে থাকতে দেখা দিয়েছে বিচারক-সঞ্চালক-প্রতিযোগীদের। ভাইফোঁটার আগে যিশুকে প্রায় জোর করেই ফোঁটা দিয়েছিলেন কৌশিকী। তার আগে কালী পুজোর সময় মঞ্চে শ্যামাসঙ্গীত গেয়েছিলেন কুমার শানু। মোনালি ঠাকুরকে নিজে গান শিখিয়েছেন কৌশিকী, সেই ঘটনাও তাঁরা শেয়ার করেছেন সুপার সিঙ্গারের মঞ্চেই। সোনু নিগমের বড়ি বানানোর মজার ঘটনা দেখা যাবে আগামী শনিবার রাত ৯.৩০টায়।

আরও পড়ুন: Joyjit-Yashojit: তুমি আমার আছে সেই ছোট্টটিই আছ: জয়জিৎ বন্দ্যোপাধ্যায়

Next Article