প্রয়াত বলি-অভিনেতা আদিত্য সিং রাজপুত। বয়স হয়েছিল ৩২ বছর। সোমবার নিজের ফ্ল্যাটের শৌচাগার থেকে উদ্ধার হয়েছে তাঁর দেহ। সূত্র বলছে, অতিরিক্ত মাদক সেবনেই মৃত্যু হয়েছে তাঁর। এ দিন সকালে তাঁর এক বন্ধুই প্রথমে তাঁকে বাথচরুমে অচৈতন্য অবস্থায় দেখতে পায়। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মুম্বই পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য ইতিমধ্যেই পাঠানো হয়েছে দেহ। ঠিক কী কারণে মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত নয়। তবে সংবাদমাধ্যমকে পুলিশের ডিসিপি কৃষ্ণকান্ত উপাধ্যায় বলেন, “অতিরিক্ত মাদক সেবনেই মৃত্যু হয়েছে কিনা তা এখনই বলা যাবে না। আমরা জানতে পেরেছি তিনি বাথরুমে পড়ে গিয়েছিলেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিচারক দাবি করেছেন, কিছু দিন ধরেই ঠান্ডা লেগেছিল তাঁর। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছুই নিশ্চিত করে বলা সম্ভব নয়।” তিনি আরও জানান, হতে পারে বাথরুমে পড়ে যাওয়ার জন্য কানে ক্ষতের সৃষ্টি হয়েছে তাঁর।
অভিনেতার ইনস্টা স্টোরি বলছে গত রাতে বন্ধুবান্ধবদের সঙ্গে পার্টি করেছেন তিনি। সেখানে মাদক নেওয়া হচ্ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তাঁর মাদক নেওয়া নিয়ে মুখ খুলেছেন বন্ধু সব্যসাচী সৎপতি। তাঁর কথায়, “আমি খবরে পড়েছি। কিন্তু সত্যতা নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যায়।”