সুদীপা চট্টোপাধ্যায়। টেলিদুনিয়ার এই অভিনেত্রী কখন যে চোখের পলকে রান্না ঘরের অন্যতম সদস্যে পরিণত হলেন, তা বলা মুশকিল। তাঁর রান্নার টিপস থেকে শুরু করে মাঝে মধ্যে শেয়ার করা মেনু, সবটাই খুব ভরসা সহকারে গ্রহণ করে থাকেন দর্শকেরা। তবে তালিকা থেকে যে প্রশংসার পাশাপাশি ট্রোলও বাদ পড়ে না, তা বলাই বাহুল্য। এবারও তার ব্যতিক্রম ঘটল না। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় তিনি। সেখানেই মাঝে মধ্যে নানা পোস্ট করে থাকেন। আছে তাঁর রেস্তোরাওও। এবার শহর কলকাতার মানুষদের ঠিকানা দিলেন ভাল চপ-কাটলেটের। সেই ভিডিয়ো পোস্ট হতেই শুরু চর্চা।
একশ্রেণি চপ কাটলেট দেখে বেশ খুশি হলেন, অপর শ্রেণি আবার নিয়ম মাফিক তাঁকে কটাক্ষ করতে পিছপা হলেন না। কেউ লিখলেন ‘খুব সুন্দর, তবে বেহালা থেকে যাওয়া মুশকিল’, কেউ আবার পাল্টা লিখলেন, ‘এখন কি ফুড ব্লগার হবে না কি? কাজকর্ম কিছু নেই আর?’ আবার কেউ লিখলেন, ‘আপনিও ফুড ব্লগিং শুরু করলেন নাকি আবার, কেস খেয়েছে, এবার সাধারণ মানুষ কী করবে তাহলে। প্রথমে শাড়ি, তারপর গহনা, তারপর কেমআপ, এখন আবার ফুড ব্লগিং, আর কী কী বাকি আছে একটা লিস্ট বানিয়ে দেব নাকি, একটু সুবিধে হবে আপনার।’
এই প্রথম নয়, অতীতেও বহুবার ট্রোলের শিকার হতে হয়েছে তাঁকে। কখনও গহনা নিয়ে, কখনও আবার তাঁর করা মন্তব্য নিয়ে। কখনও রেস্তোরাঁয় দামি খাবারের তালিকা দেখে, কখনও আবার তাঁর শাড়ির দাম দেখে ট্রোলের ঝড় বয়ে গিয়েছে। কয়েকদিন আগেই ১.৩০ লাখের শাড়ি বিক্রি করে সকলকে তাক লাগিয়েছিলেন তিনি। তখনও সোশ্যাল মিডিয়ায় নেটিজ়েনদের কটাক্ষের শিকার হয়েছিলেন সুদীপা। এবারও নেটপাড়ার গলায় সেই একই সুর।