Dibyojyoti Dutta Secrets: কোনওদিনও কোনও মহিলার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াবেন না অভিনেতা দিব্যজ্যোতি দত্ত, কঠিন সিদ্ধান্তের কথা জানিয়েছেন একমাত্র TV9 বাংলাকে
Dibyojyoti Dutta on Single Life: ছোট পর্দার অভিনেতা দিব্যজ্যোতি দত্ত সিদ্ধান্ত নিয়েছেন তিনি কোনওদিনও কোনও মহিলার সঙ্গে সম্পর্কে জড়াবেন না। আজকের দিনের বছর ২৫শের তরুণ অভিনেতার এমন সিদ্ধান্ত শুনে অনেকেরই চোখ কপালে উঠতে পারে। কিন্তু অবিশ্বাসের অবকাশ নেই। কারণ এমন কথা TV9 বাংলাকে জানিয়েছেন খোদ দিব্যজ্যোতিই।
বর্তমানে বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেতাদের তালিকায় তাঁর নাম রয়েছে সবার উপরে। টিআরপি চার্টে রাজত্ব করা ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’তে অভিনয় করেছেন জমিয়ে। গল্পের নায়ক তিনিই। এ হেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত সিদ্ধান্ত নিয়েছেন তিনি কোনওদিনও কোনও মহিলার সঙ্গে সম্পর্কে জড়াবেন না। আজকের দিনের বছর ২৫শের তরুণ অভিনেতার এমন সিদ্ধান্ত শুনে অনেকেরই চোখ কপালে উঠতে পারে। কিন্তু অবিশ্বাসের অবকাশ নেই। কারণ এমন কথা TV9 বাংলাকে জানিয়েছেন খোদ দিব্যজ্যোতিই।
কিন্তু কেন কোনও মহিলার সঙ্গে সম্পর্কে জড়াতে চাইছেন না দিব্যজ্যোতি? তাঁর মতো সুদর্শন, সুযোগ্য পুরুষকে মহিলারা চাইবেন প্রেমিকের আসনে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু স্বেচ্ছায় সেই আসন থেকে অবতরণ করেছেন দিব্যজ্যোতি। বলা ভাল, কোনওদিনও সেই আসনে উত্তীর্ণই হতে চাননি তিনি। কিন্তু কেন এমন সিদ্ধান্ত?
সম্প্রতি ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের অভিনেত্রী সৌমিলি চক্রবর্তীর সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গিয়েছে দিব্যজ্যোতির। তাঁরা দু’জনের কেউই যদিও এই বিষয়ে কোনও কথা বলেননি। তবে নেটিজ়েনদের একটা বড় অংশ দুই অভিনেতার ইনস্টাগ্রাম প্রোফাইল দেখে বুঝেছেন তাঁদের মধ্যে ‘সামথিং ফিশি’। হয়তো প্রেমের সাগরে ডুবে-ডুবে জল খাচ্ছেন ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের ‘জামাইবাবু’ সূর্য এবং তাঁর ‘শালি’ উর্মি। কিন্তু সেই ঘটনা যে একেবারেই সত্যি না, তা নিজে মুখে বলেছেন ‘সূর্য’ দিব্যজ্যোতি। বলেছেন উর্মি, অর্থাৎ সৌমিলি কেবলই তাঁর সহকর্মী এবং ভাল বান্ধবীও। কাকতালীয়ভাবে অনেকবারই তাঁদের পোশাকের রং মিলে গিয়েছে বলে ছবি তুলে তা ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মজার-মজার ক্যাপশন দিয়ে। এবং তাতেই নাকি নেটিজ়েনরা কেউ-কেউ ধরে নিয়েছেন দিব্যজ্যোতি এবং সৌমিলি লুকিয়ে প্রেম করছেন।
বিষয়টি খোলসা করতে গিয়ে TV9 বাংলাকে দিব্যজ্যোতি জানিয়েছেন, তিনি কোনওদিনও কোনও মহিলার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াবেন না এবং সারাজীবন একাকী, অর্থাৎ ‘সিঙ্গল’ থাকবেন। কিন্তু কথা বলতে-বলতে এটাও স্বীকার করে নিয়েছেন, “কারও সঙ্গে সম্পর্ক তৈরি করতেই হবে, এমন বাধ্যতা আছে বলে আমি মনে করি না। অন্তত এই মুহূর্তে তো করিই না। আমি সিঙ্গল আছি এবং সারাজীবন তাই-ই থাকতে চাই।”
তা হলে কি অভিনেতা প্রেমে ছ্যাঁকা খেয়ে যন্ত্রণায় এমন কথা বলেছেন? একেবারেই না। দিব্যজ্যোতির সাফ বক্তব্য, “আমার এটা প্রেম করার বয়স না। জমিয়ে কাজ করার বয়স। আর আমি মহিলাদের পিছন-পিছন ঘুরঘুর করি না। তাঁদের পটানোর চেষ্টা করি না। আমার কোনও গার্লফ্রেন্ড চাই না। সম্পর্কেও জড়াতে চাই না। যদি কোনওদিনও প্রেম আসে, আসবে। কিন্তু আমি তা নিয়ে একদম ভেবে সময় নষ্ট করি না।”