কপিল শর্মার শো’য়ে সুমনা চক্রবর্তী যে ফিরছেন সে কথা আগেই জানিয়েছিলেন অর্চনা সিং। একই সঙ্গে যাবতীয় গুঞ্জনকেও করেছিলেন নস্যাৎ। খুশি হয়েছিলেন সুমনা ভক্তরাও। এ বার সুমনা নিজেও যেন অর্চনার বলা সেই কথা শিলমোহর লাগালেন। শেয়ার করলেন এক বিশেষ ছবি।
কপিল শর্মার শো’র ভ্যানিটি ভ্যান থেকেই নিজের এক ছবি শেয়ার করেছেন ওই বাঙালি অভিনেত্রী। পরেছিলেন কালো রঙের ট্যাঙ্ক টপ। অন্যদিকে সোনি চ্যানেল থেকেও এক ভিডিয়ো শেয়ার করা হয় সুমনার শো’এ প্রত্যাবর্তনের আপডেট নিয়ে। জানানো হয় আর মাত্র কয়দিন।
বিগত বেশ কিছু দিন ধরে নতুন শো নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা আপডেট দিচ্ছেন কপিল ও শো’র অন্যান্য সদস্য ভারতী সিং, ক্রুশ্না অভিষেকরা। শেয়ার করছিলেন ‘গ্রুফি’। কিন্তু সেই গ্রুফি বা শো’র প্রোমোতে কোথাও দেখা যায়নি সুমনা। সেই কারণেই আরও জোরদার হয় এই সিজনে তাঁর না থাকার গুঞ্জন। যদিও শো’র অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য অর্চনা পূরণ সিং সেই গুঞ্জনে জল ঢেলে দেন। অর্চনা বলেছিলেন, “যদি আপনি মনে করেন এই সিজনে সুমনাকে দেখতে পারবেন না তবে জানিয়ে রাখি আপনার জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে। সুমনা রয়েছে। তবে একেবারেই অন্য অবতারে। তবে আমাদের সেই মিষ্টি সুমনাকে আবারও আপনারা দেখতে পারবেন।”
এই সিজনে সুদেশ লাহিড়ী যোগ দিয়েছেন কপিলের টিমে। সেই প্রসঙ্গে অর্চনা বলেন, “এই মুহূর্তে শুধু সুদেশ নতুন এসেছে, বাকি সেই পুরনো টিমই রয়েছে। শো’র সেটেরও পরিবর্তন হয়েছে বেশ খানিকটা।”
মাস খানেক আগে সোশ্যাল মিডিয়ায় এক অর্থবহ পোস্ট করেছিলেন সুমনা। শেয়ার করেছিলেন তাঁর দীর্ঘদিনের এক রোগের কথাও। শার্লট ফ্রিম্যানের বই ‘এভরিথিং ইউ উইল এভার নিড’-এর কয়েকটি লাইন উল্লেখ করে তিনি লিখেছিলেন, ‘আপনার জন্য কী রয়েছে, সেটা সব সময় বোঝা যায় না। সে জন্য উপযুক্ত সুযোগও দেওয়া হয় না। নতুন সম্পর্ক, চাকরি, শহর, অভিজ্ঞতা যাই হোক না কেন। সেখানে নিজেকে সমর্পণ করুন। আর পিছনে ফিরে তাকাবেন না। যদি সেটা কাজ না করে, তা হলে জানবেন সেটা আপনার জন্য ছিল না। আপনার কোনও অনুশোচনা থাকবে না। কারণ আপনি সম্পূর্ণ চেষ্টা করেছিলেন। কিন্তু আপনি আরও চেষ্টা করতে পারতেন, এই গ্লানি বোধ নিয়ে বেঁচে থাকা কঠিন। সুতরাং নতুন সুযোগ গ্রহণ করার সাহস রাখুন।’ এরপরেই কপিলের সঙ্গে তাঁর মনোমালিন্যর গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে। যদিও সে সব জল্পনাকে নস্যাৎ করে সুমনা বুঝিয়ে দিয়েছেন তিনি তৈরি। তবে ঠিক কী অবতারে দেখা যেতে চলেছে তাঁকে। তা এখনও সাসপেন্স।