AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tollywood Gossip: ‘দু’মাসের মধ্যেই ডিভোর্স’! অনামিকার কোন ভিডিয়ো দেখে মাথায় হাত নেটিজেনদের?

Anamika Chakraborty: গত ২৮ জুন কাছের বন্ধুদের নিয়ে বিয়ে করেন তাঁরা। তাঁদের বিয়ের ছবিগুলি সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল।

Tollywood Gossip: 'দু'মাসের মধ্যেই ডিভোর্স'! অনামিকার কোন ভিডিয়ো দেখে মাথায় হাত নেটিজেনদের?
উদয় ও অনামিকা।
| Edited By: | Updated on: Aug 20, 2023 | 1:57 PM
Share

অনামিকা চক্রবর্তী কে চেনেন? ছোটপর্দার জনপ্রিয় মুখ তিনি। পোশাক নিয়ে কোনওকালেই ছুৎমার্গ নেই তাঁর। মাঝেমধ্যেই বোল্ড অবতারে দেখা যায় তাঁকে। ঠিক যেমন সম্প্রতি তাঁর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে তাঁর। সে ভিডিয়োতে নাচতে দেখা গিয়েছে তাঁকে। স্পষ্ট তাঁর ক্লিভেজ, স্মোকি আই আর ন্যুড লিপসে তিনি সুপার হট। কিন্তু সেই ভিডিয়োর কমেন্ট বক্সে যে মন্তব্য ভেসে এল তা লেখার অযোগ্য। তাঁর শরীর নিয়ে নোংরা ভাষায় আক্রমণ নেটিজেনদের একটা বড় অংশের। সম্প্রতি বিয়ে হয়েছে অনামিকার। একজন লিখেছেন, “বিচ্ছেদ হয়ে গেল নাকি এর মধ্যেই? এ সব কী ধরনের পোশাক?” অনেকেই আবার চরিত্রের দিকেও তুলেছেন আঙুল। যদিও ডিজিটাল দুনিয়ায় ট্রোলকে প্রায় নিত্যজীবনের অঙ্গ। তাই অনামিকা এ নিয়ে মুখ খোলেননি।

View this post on Instagram

A post shared by Tolly Planet Bangla (@tollyplanetbangla)

ইদানিং সামাজিক মাধ্যমে তিনি অনুপস্থিত। শেষ পোস্ট করেছেন দুই সপ্তাহ আগে। তাও নিজের ছবি ‘শহরের উষ্ণতম দিনে’র প্রচার। কোথায় তিনি? ভক্তরা প্রকাশ করেছেন উৎকণ্ঠাও। কিছু দিন আগেই বিয়ে করেছেন তিনি। দার্জিলিং জেলার রহস্যে ঘেরা পাহাড়ি গ্রাম তাকদাহতে ছিমছাম ভাবে বিয়ে করেন তাঁর দীর্ঘদিনের প্রেমিক অভিনেতা উদয় প্রতাপ সিংকে। নিজেদের বাড়িতেও বসেছিল আইনি বিয়ের অনুষ্ঠান। জাঁকজমক সহকারে বিয়ে তাঁরা করেননি।

গত ২৮ জুন কাছের বন্ধুদের নিয়ে বিয়ে করেন তাঁরা। তাঁদের বিয়ের ছবিগুলি সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। বিয়ের পোশাকের জন্য অনামিকা বেছে নিয়েছিলেন হালকা রঙ, যা সাধারণত বাঙালি বিয়েতে দেখা যায় না। অনামিক ও উদয় দু’জনের পোশাকেই ছিল রঙমিলান্তি।