Tollywood Gossip: বিয়ের দু’মাসের মধ্যেই উদয়কে বাড়ি ফিরতে নিষেধ অনামিকার!
Uday-Anamika: মাত্র দু'মাস বিয়ে হয়েছে উদয় প্রতাপ সিং ও অনামিকা চক্রবর্তী। গত ২৮ জুন একেবারে ছিমছাম ঘরোয়া ভাবে বিয়ে করেন তাঁরা। কিন্তু এ কী! বিয়ের দুই মাসের মধ্যেই নাকি বরকে বাড়ি ফিরতেই নিষেধ করে দিলেন অনামিকা।
মাত্র দু’মাস বিয়ে হয়েছে উদয় প্রতাপ সিং ও অনামিকা চক্রবর্তী। গত ২৮ জুন একেবারে ছিমছাম ঘরোয়া ভাবে বিয়ে করেন তাঁরা। কিন্তু এ কী! বিয়ের দুই মাসের মধ্যেই নাকি বরকে বাড়ি ফিরতেই নিষেধ করে দিলেন অনামিকা। কিন্তু কেন? একটি ভিডিয়ো শেয়ার করেছেন উদয়। একেবারে ভোলবদল তাঁর। গ্ল্যামারাস লুক ছেড়ে উশকো খুসকো চুলে হাজির হয়েছে তিনি। ছেঁড়া জামা, খালি পা, তাঁকে যেন চেনাই দায়। চরিত্রের প্রয়োজনে এই লুকে এসে ভিডিয়ো শেয়ার করে নিজেই আবার হেডলাইন বলে দিয়েছেন ভিডিয়োটির। রসিকতা করে লিখেছেন, “বিয়ের দু মাস বাদে পথে বসলেন অভিনেতা উদয়।” এ সব নিয়েই যখন চলছে হাসাহাসি, তখন হঠাৎই আগমন অনামিকা। কমেন্ট বক্সে উদয়ের উদ্দেশে লিখেছেন, “আর বাড়ি ফিরতে হবে না। বাই বাই।” পুরোটাই যে মজার ছলে, তা বুঝতে অসুবিধে হয়নি কারও। তবে স্বামী-স্ত্রীর এই ‘ব্যান্টার’ চোখ এড়ায়নি তাঁদের। বাস্তব জীবনে কিন্তু বেশ ভালই আছেন দু’জনে। কিছু দিন আগেই তাঁদের নিয়ে রটেছিল ভুয়ো খবর। বিয়ের পর থেকে একসঙ্গে ছবি পোস্ট না করায় অনেকেই পেয়েছিলেন ঝামেলার গন্ধ। কিন্তু তা যে সত্যি নয়, এক ছবি মাধ্যমেই স্পষ্ট করেছিলেন অনামিকা। এবার এই মজার ঝগড়া… তাঁরা এভাবেই হাসি-খুশি, মানে অভিমানে থাকুন… ব্যস, এই টুকুই চাওয়া তাঁদের ভক্তদের।
প্রসঙ্গত, ঘটা করে বিয়ে করেননি অনামিকা ও উদয়। সেজেছিলেনও একেবারে সাদামাঠা ভাবে। আমন্ত্রিতের সংখ্যাও ছিল নেহাতই সামান্য। পরিবারের লোকজন ও কাছে বন্ধু বান্ধবদের নিয়ে বিয়ে সেরেছিলেন ওঁরা। অনামিকার বিয়ের ওই ছিমছাম সাজও ছিল একেবারে চোখে পড়ার মতো। পরেছিলেন হালকা গোলাপি রঙের শাড়ি। তাঁর বিয়ের সাজ সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়।
View this post on Instagram