উরফি জাভেদের জন্য সোশ্যাল মিডিয়া ট্রোলিং কোনও নতুন বিষয় নয়। একের পর এক স্টার কোথাও গিয়ে যেন নেট পাড়ায় ভাইরাল হয়ে থাকেন তাঁদের নিত্য নতুন আউটফিট বা ফ্যাশন ঘিরে। সেই তালিকাতে থাকা অন্যতম নাম হল উরফি জাভেদ।টেলিদুনিয়া থেকে শুরু কেরিয়ার। প্রথম থেকেই তিনি তাঁর নিত্য নতুন লুক ঘিরে নেট পাড়ায় হয়ে ওঠেন ভাইরাল। পোশাক নিয়ে কাটা ছেঁড়া করাটাই তাঁর প্যাশন, আর এই প্যাশন-ফ্যাশনে মিলে মিশে একাধিকবার এমন কিছু বিষয় তৈরি হয়, যা সোশ্যাল মিডিয়ার আলোচনা, সমালোচনার বিষয় হয়ে দাঁড়ায়। নেটপাড়ায় এমনই ছবি বর্তমানে ধরা পড়তে আবারও রে রে করে উঠল ভক্তমহল।
পাপরাজিৎ-দের ফ্রেমে খোলামেলা পোশাকে পোজ দেওয়া উরফির কাছে কোনও নতুন বিষয় নয়। উরফি জাভেদ এই বিষয় সিদ্ধহস্ত, নিজের লুক থেকে শুরু করে ফ্যাশন, সবটা নিয়েই তিনি বরাবর সিনে-দুনিয়ার বিতর্কের কেন্দ্রে থেকে থাকেন। এবারও শরীরের অধিকাংশটাই উন্মুক্ত করে তিনি ধরা দিতেই কমেন্ট বক্সে সমালোচনার ঝড়। একের পর এক নেটিজেনদের কটাক্ষের ছবি এলো সামনে। একজন মন্তব্য করেই সবলেন, দিনটাই খারাপ হয়ে গেল। এমনই ছবি যখন নেটদুনিয়ায়, ঠিক তখনই তিনি ইন্টাগ্রামে কোনও পোশাক ছাড়াই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন। এই ছবিতেও একইভাবে বিতর্কের ঝড়।
শরীরে একটু হলেও পোশাক রাখুন, সপাট উপদেশ ভক্তদের। তবে উরফি এই সকল বিষয় নজর দিতে বিন্দুমাত্র নারাজ। তিনি সাফ জানান, যে এই বিষয় তাঁর কোনও মন্তব্যই করার নেই। ব্যঙ্গ করে জানিয়েছিলেন, তাঁকে কেউ কাজ দিচ্ছে না, আর সেই কারণেই তিনি যা ইচ্ছে তাই পোশাক পরে ঘুরে বেড়াচ্ছেন। তাঁর যা ভালোলাগে তিনি তাই পরেন। অন্যের কেমন লাগে, সেই বিষয় বিন্দুমাত্র জানার ইচ্ছে তাঁর নেই। এমনই মন্তব্যে বারে বারে উরফি সাফ জানিয়ে দিয়েছেন, তাঁর এই ইউনিক ফ্যাশনই তাঁর সর্বদা লাইমলাইটে থাকার অস্ত্র। তাই এই বিষয় থেকে তিনি সরে যেতে নারাজ। কোনও রকমের পরিবর্তন আনতেই ইচ্ছুক নন তিনি। তবে তাঁর ফ্যাশন স্টেটমেন্টের জেরেই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতীতে বেড়ে ভক্তের সংখ্যা।
আরও পড়ুন- Unknown Facts: ছিল না বিন্দুমাত্র সংযম, রাতারাতি মদ্যপান ছাড়ার সিদ্ধান্ত আমিরের
আরও পড়ুন- Unknown Facts: পুরুষদের এই জিনিসটি ভীষণ পছন্দের আলিয়ার, রইল রণবীর-প্রেমিকার গোপন ফান্ডা