সানি লিওনি এবং অর্জুন বিজলানি বিগ বসের বাড়িতে। শুক্রবারের বিশেষ পর্বে সলমন খানের সঙ্গে শুধু মঞ্চেই নন, বাড়ির ভিতরেও গিয়েছিলেন দুইজনে। বাড়ির সদস্যদের সঙ্গে খেলেও নানা খেলা। হঠাৎ কেন সানি এবং অর্জুনের আগমন বিগ বসের বাড়িতে? তাঁরা এসেছেন তাঁদের আসন্ন শো ‘স্পিটভিলা’র প্রচারে। শুক্রবারে জমজমাট ছিল ‘বিগ বস ১৬’। সানি-অর্জুন আসা ছাড়াও ঘটনাবহুল ছিল এই দিনের শো। সলমন নিজে বেশ কিছু বিষয়ে নিজে থেকে এগিয়ে কথা বলেছেন। যার মধ্যে অঙ্কিত গুপ্ত এবং প্রিয়াঙ্কার বন্ধুত্ব নিয়ে আলোচনা করেন। দুইজনকে আলাদা ডেকে সলমন তাঁদের দেখান, বাড়ির বাইরে তাঁদের নিয়ে কী আলোচনা হয়। অঙ্কিতের উপর বিশেষ প্রভাব বিস্তার করেন প্রিয়াঙ্কা, এটা একদম পছন্দ করছেন না দর্শকরা। সলমন অঙ্কিতকে স্মার্ট আর বুদ্ধিমান বলেই মনে করেন। তবে তাঁকে খেলার কৌশল পরিবর্তন করার পরামর্শও দেন।
অর্চনা এবং শিব শারীরিক ঝগড়ায় লিপ্ত হন এই সপ্তাহে। ফলস্বরূপ তাঁকে বিগ বসের বাড়ি থেকে বিদায় নিতে হয়েছে। হতাশ অর্চনা শ্বাসরোধ করার চেষ্টা করে শিবের। যা নিয়ে তীব্র তর্কাতর্কি হয়। অবশেষে বিদায় দেওয়া হচ্ছে অর্চনাকে। তবে অনেকের ধারণা পরে আবার তাঁকে ফিরিয়ে আনা হতে পারে শোতে। তবে সেই নিয়ে কোনও ইঙ্গিত নেই শোয়ের তরফ থেকে।
শালিন তাঁর এবং টিনার সম্পর্ক ঠিক করার চেষ্টা করছেন। কিন্তু টিনা কিছুটা সময় চেয়ে নিয়েছেন, যাতে তিনি আরও ভাল করে খেলায় মনোযোগ দিতে পারেন। অন্যদিকে, একটি আলাদা ঘরে গৌতম এবং সৌন্দর্যও তর্কে জড়িয়ে পড়েন, যখন সৌন্দর্য জানান, ওয়াইল্ড কার্ড এন্টির বিষয়ে ‘তাঁর আচরণ পরীক্ষা করছিলেন’। আবেগনপ্রবণ হয়ে এরপর দেখা যায় গৌতমকে কোণায় গিয়ে চোখের জল ফেলতে।
অর্জুন এবং সানি বাড়িতে গিয়ে সকলের সঙ্গে নানা খেলা খেলে। সেই সময় অঙ্কিত তাঁদের ল্যাপ ডান্স (কোলে নিয়ে নাচ করা) করতে অনুরোধ করেন। শালিন এবং গোরি মুখোমুখি নাচের যুদ্ধে নামেন, অর্জুন এবং সানির দেওয়া খেলায়।
এখানেই শেষ নয়, এই সপ্তাহের জমজমাট বিগ বসের বাড়িতে দেখা যাবে বরুণ ধাওয়ান এবং কৃতি শ্যাননকে। তাঁরা আসতে চলেছেন তাঁদের আসন্ন ছবি ‘ভেড়িয়া’র প্রচারে।