Shruti Das: শহরে কোনও হোর্ডিং ছিল না তাঁর, মা দুর্গার কাছে খুব কেঁদেছিলেন শ্রুতি

Bengali Serial: তিনি লিখেছেন, "২০২২: আগের বছর পুজোতে দুগ্গা মায়ের কাছে খুব কেঁদেছি। এক বছর কাজ করতে পারিনি। ফ্লোরে জন্মদিন কাটাতে পারিনি। তিলোত্তমায় আমার কাজের কোনও হোর্ডিং নেই বলে। ২০২৩: আমি চেষ্টা করেছি এবং মা আমার সব মনের ইচ্ছা পূরণ করেছেন। কঠোর পরিশ্রমের দাম আছে।"

Shruti Das: শহরে কোনও হোর্ডিং ছিল না তাঁর, মা দুর্গার কাছে খুব কেঁদেছিলেন শ্রুতি
শ্রুতি দাস।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 20, 2023 | 8:29 PM

২০২৩ সালটা অভিনেত্রী শ্রুতি দাসের জীবনে খুবই বিশেষ। একদিকে তিনি বিয়ে করেছেন মনের মানুষ পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারকে। অন্যদিকে নতুন সিরিয়ালে অভিনয় শুরু করেছেন। যে সিরিয়ালের নাম ‘রাঙা বউ’। তার উপর সেই ধারাবাহিকের পরিচালক তাঁর স্বামীই। এবারের পুজোটাও তাঁর কাছে বিশেষ। কারণ জানিয়েছেন শ্রুতি নিজেই।

‘দেশের মাটি’ ধারাবাহিকটি শেষ হওয়ার পর অনেকদিন ভাল কাজের অপেক্ষায় ছিলেন শ্রুতি। প্রায় বছর ফুরিয়ে আসছিল, কিন্তু তিনি মনের মতো সিরিয়াল পাচ্ছিলেন না। ২০২৩ সালে তাঁর সেই সাধ মিটেছে। তাঁরই স্বামী স্বর্ণেন্দু সমাদ্দার পরিচালিত সিরিয়াল ‘রাঙা বউ’-এ কাজের সুযোগ পেলেন শ্রুতি। প্রধান নায়িকা চরিত্র।

গত বছর কোনও সিরিয়ালে অভিনয় করছিলেন না বলে দুর্গা পুজোতেও তাঁর কোনও হোর্ডিং পড়েনি রাস্তায়। কিন্তু অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের বড়-বড় ছবি হোর্ডিংময় ছেয়ে ছিল শহরে। মন কাঁদত অভিনেত্রীর। কিন্তু এবার তা হয়নি। শ্রুতি এবার ‘রাঙা বউ’ ধারাবাহিকের মুখ। তাঁর এবং অভিনেতা গৌরব রায় চৌধুরীর (ধারাবাহিকের নায়ক) ছবি শহরে ছড়িয়ে। সেরকমই একটি হোর্ডিংয়ের নীচে দাঁড়িয়ে পোস্ট করেছেন শ্রুতি।

তিনি লিখেছেন, “২০২২: আগের বছর পুজোতে দুগ্গা মায়ের কাছে খুব কেঁদেছি। এক বছর কাজ করতে পারিনি। ফ্লোরে জন্মদিন কাটাতে পারিনি। তিলোত্তমায় আমার কাজের কোনও হোর্ডিং নেই বলে। ২০২৩: আমি চেষ্টা করেছি এবং মা আমার সব মনের ইচ্ছা পূরণ করেছেন। কঠোর পরিশ্রমের দাম আছে।”