Tollywood Romance: ‘আমাকে তাড়াতাড়ি বিয়ে করো’, ঠিক কোন কারণে স্বর্ণেন্দুর কাছে আর্জি শ্রুতির? 

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jun 06, 2022 | 3:07 PM

Shruti Das: জামাই আদর থেকে বাদ পড়ার বেদনার কথাও অভিনেত্রী ব্যক্ত করেছেন সেই পোস্টে। সেই সঙ্গে স্বর্ণেন্দুকে তাঁকে বিয়ে করার আর্জি জানিয়েছেন।

Tollywood Romance: আমাকে তাড়াতাড়ি বিয়ে করো, ঠিক কোন কারণে স্বর্ণেন্দুর কাছে আর্জি শ্রুতির? 
শ্রুতি দাস ও স্বর্ণেন্দু সমাদ্দার।

Follow Us

গতকাল (রবিবার, ০৫.০৬.২০২২) ছিল জামাইষষ্ঠী। বাংলার ঘরে-ঘরে শাঁখ বাজিয়ে উলুধ্বনি দিয়ে পালিত হয় জামাই আদরের পর্ব। এই দিনটায় কিছু কাপল কাতর হয়ে থাকেন আদর পাওয়ার জন্য। বিশেষ করে তাঁরা, যাঁরা বাইরে থাকেন কিংবা তাঁরা, যাঁদের এখনও পর্যন্ত বিয়েটাই হয়নি। সেই রকমই একটি কাপল অভিনেত্রী শ্রুতি দাস ও পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। দীর্ঘদিন ধরে সম্পর্কে আছেন শ্রুতি-স্বর্ণেন্দু। এখনও বিয়ে হয়নি তাঁদের। তাই জামাইষষ্ঠীর আদর থেকে বিরত ছিলেন স্বর্ণেন্দু। যদিও জামাইষষ্ঠী স্পেশ্যাল ছবি পোস্ট করেছেন শ্রুতি। একটি নয়, বেশ কয়েকটি। কালো শাড়ি, কালো পাঞ্জাবিতে সেজেছিলেন তারকা যুগল। তবে জামাই আদর থেকে বাদ পড়ার বেদনার কথাও অভিনেত্রী ব্যক্ত করেছেন সেই পোস্টে। সেই সঙ্গে স্বর্ণেন্দুকে তাঁকে বিয়ে করার আর্জি জানিয়েছেন।

কী লিখেছেন শ্রুতি? 

শ্রুতি লিখেছেন, “বিয়ের আগে নো জামাইষষ্ঠী। কিন্তু কাপল ছবি অতি আবশ্যক। স্বর্ণেন্দু সমাদ্দার আমাকে তাড়াতাড়ি বিয়ে করো, যদি এই রাজকীয় আপ্যায়ন পেতে চাও। তুলে রেখেছিলাম ছবিগুলো আজকের জন্যই। খুশি থাকো। আমি তোমাকে ভালবাসি।”

ত্রিনয়নী’ ধারাবাহিকে অভিনয় করেছেন শ্রুতি দাস। সেটাই ছিল তাঁর প্রথম অভিনীত ধারাবাহিক। তারপর তাঁকে দেখা গিয়েছে লীনা গঙ্গোপাধ্যায়ের ‘দেশের মাটি’ ধারাবাহিকে। কাটোয়ার মেয়ে শ্রুতি স্বভাবগতভাবে খুবই ডাকাবুকো মানুষ। ত্বকের রংটি শ্যামলা বলে অনেক কটাক্ষ সহ্য করতে হয়েছেন তাঁকে। কিন্তু তিনি মুখ বন্ধ করে কোনওকালেই থাকতেন না। খোলা গলায় প্রতিবাদ করেছেন। সকলের আদর্শ হয়ে উঠেছেন অল্প সময়ের মধ্যে। তিনি কেবল অভিনয়েই নয়, নাচে-গানেও পারদর্শী। ‘দেশের মাটি’র পর ৭ মাস বিরতি নিয়েছেন কাজ থেকে। বহু অফার আসছে তাঁর কাছে। কিন্তু তিনি খুঁজছেন একটি মনের মতো চরিত্র। এরই ফাঁকে জীবনের প্রথম মিউজ়িক ভিডিয়োতে অভিনয় করে ফেলেছেন শ্রুতি। গানটি ‘পরিচিত স্বরে’। গেয়েছেন মেখলা দাশগুপ্ত। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সেই মিউজিক ভিডিয়ো।

অনেক কাজের প্রস্তাব এসেছে শ্রুতির কাছে। কিন্তু এখনও মনের মতো চরিত্র তিনি পাননি। পেলে নিশ্চয়ই কামব্যাক করবেন। শ্রুতি বলেছেন, “লিড ও সেকেন্ড লিড অনেককিছুরই অফার পাচ্ছি। চরিত্র ভাল হলে সেকেন্ড লিডেও আমি কাজ করতে আগ্রহী। কিন্তু ভাল চরিত্রে পেলেই আমি কামব্যাক করব।”

Next Article