Koneenica Voice: শিরদাঁড়া ঠিক আছে, কিন্তু ফেরেনি কণ্ঠস্বর; লড়াই চালিয়ে যাচ্ছেন ‘সহচরী’ কনীনিকা বন্দ্যোপাধ্যায়…

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Sep 07, 2022 | 5:34 PM

Koneenica Banerjee: জানিয়েছেন, তাঁর অনুপস্থিতি বলে বন্ধ হচ্ছে বাংলা ধারাবাহিক 'আয় তবে সহচরী'...

Koneenica Voice: শিরদাঁড়া ঠিক আছে, কিন্তু ফেরেনি কণ্ঠস্বর; লড়াই চালিয়ে যাচ্ছেন সহচরী কনীনিকা বন্দ্যোপাধ্যায়...
কনীনিকা বন্দ্যোপাধ্যায়।

Follow Us

সুন্দর একটা গল্প নিয়ে শুরু হয়েছিল ধারাবাহিক ‘আয় তবে সহচরী’। এক মাঝবয়সি বাড়ির বড় বউয়ের উচ্চশিক্ষা লাভ করার লড়াইকে কেন্দ্র করে ছিল চিত্রনাট্য। দর্শকের পছন্দের স্বার্থে যদিও গল্প অন্য বাঁক নিয়েছিল, তবুও সহচরী সেনগুপ্তর লড়াই জারি ছিল। এই সহচরী আসলে অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। পর্দার মতো ব্যক্তিজীবনেও লড়াই করছেন কনীনিকা। লড়াই নিজের শরীরের সঙ্গে। কিছুদিন আগেই চেন্নাইয়ে তাঁর অস্ত্রোপচার হয় শিরদাঁড়ায়। ধারাবাহিকের চিত্রনাট্যে দেখানো হয় বাবার চিকিৎসার জন্য তাঁকে নিয়ে চেন্নাইয়ে গিয়েছেন সহচরী। কিন্তু এখন ধারাবাহিকটি বন্ধ করতে হচ্ছে। শিরদাঁড়ায় সফল অস্ত্রোপচার হয়েছে ঠিকই, কিন্তু কণ্ঠস্বর চলে গিয়েছে অভিনেত্রীর। এই অবস্থায় কীভাবে অভিনয় করবেন কনীনিকা? কীভাবেই বা প্রতিবাদ জানাবেন সহচরী হয়ে। অভিনেতার কাছে কণ্ঠটা যে ধারাল অস্ত্র। তাই চ্যানেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে ‘আয় তবে সহচরী’ বন্ধ করে দেওয়া হবে। এই কথা বুধবার (০৭.০৯.২০২২) লাইভে এসে জানিয়েছেন কনীনিকা নিজে।

তিনি বলেছেন, “আপনারা সকলেই জেনে গিয়েছেন, আমার শিরদাঁড়ায় একটা মেজর সার্জারি হয়েছে… আমি সুস্থ হয়ে বাড়ি ফিরেছি ঠিকই, কিন্তু আমার কণ্ঠস্বর পুরোপুরি ফেরত আসেনি… আমি ডিপ্রেশনে যাইনি… কিন্তু লড়াই করতে হচ্ছে আমার এই কণ্ঠস্বর নিয়ে… আজ একটু ভাল করে কথা বলতে পারছি বলে আপনাদের সঙ্গে এই লাইভটা করছি… এর আগে আমার গলা দিয়ে কেবলই হাওয়া বের হচ্ছিল… আমি কথা বলতে পারছিলাম না… সবে একটা মাস হয়েছে… দীর্ঘ প্রচেষ্টা চলছে… আশা করছি, আর এক-দু’মাসের মধ্যে আমার গলা ফেরত আসবে… ভয়েস পাওয়ারে এমন একটা বিষয় ঘটেছে, যে পুরোদমে কথা বলতেই পারছি না…”

এই অবস্থায় কনীনিকার শক্তি হয়ে উঠেছে তাঁর একরত্তি কন্যা কিয়া, পরিবার এবং তাঁর অনুরাগীরা।

Next Article