সলমন খান এবং সাজিদ খান বন্ধু। তাই সাজিদের নামে যৌন হেনস্থার এত অভিযোগ সত্ত্বেও তাঁর স্থান হয় বিগ বসের বাড়িতে। সাজিদ খান বিগ বস সিজিন ১৬-তে আসার পর থেকেই তাঁকে এই শো থেকে বের করার দাবি জানিয়েছেন, তাঁর থেকে কু-প্রস্তাব পাওয়া নায়িকারা। বহুবার শো সঞ্চালক সলমন খানকেও এই নিয়ে বলা হয়েছে, কিন্তু বন্ধুত্বের কারণে এখনও পর্যন্ত টিকে রয়েছেন সাজিদ বিগ বসের বাড়িতে। তবে এবার নিজেই বিরক্ত সলমন। কারণ সাজিদ বাড়িতে নিস্তেজ। কোনও কাজেই তিনি সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন না। শোয়ের প্রোমোতে সলমনকে বলতে দেখা গিয়েছে যে, সাজিদের কোনও অবদান নেই বিগ বসের দেওয়া টাস্কে, তাহলে তিনি শোতে কী করছেন। এই প্রশ্নের উত্তরে সাজিদ কী দেবেন তা জানা যাবে আজকের পর্বে। যার একটা ঝলকও দেখা গিয়েছে প্রোমোতে। যেখানে সাজিদ নিজেকে সঠিক প্রমাণ করতে জানাচ্ছেন যে সঠিক সময় তিনি তাঁর খেলা দেখাবেন।
এখন বিগ বসের বাড়ি থেকে বেরোনোর সময় এসেছে। শুক্রবার সলমন বাড়ির সদস্য শালিন ভানোট, সৌন্দর্য শর্মা, অর্চনা গৌতম এবং টিনা দত্তকে নির্দিষ্ট কিছু প্রতিযোগীদের প্রতি পক্ষপাতদুষ্ট হওয়ার জন্য অভিযুক্ত করেছেন। শুধু সলমন নন, উইকেন্ডে সকলেই অভিযোগের ডালি নিয়ে বসেন। সলমনের মতো, আবার সাজিদের সহপ্রতিযোগীরাও তাঁর বাড়ি কাজে আর বিগ বসের দেওয়া টাক্সে কোনও ভূমিকা নেই, সেই অভিযোগ করেছেন।
সলমন বিগ বসের শোতে সাজিদের ভূমিকা প্রায় শূণ্য বলে উল্লেখ করেন। তিনি কখনও কখনও কারও পাশে দাঁড়ান, তবে পরে আবার পিছিয়ে যান। সলমনের সব অভিযোগ চুপ করে শোনেন সাজিদ। এরপর সলমন তাঁকে ‘ডবল স্ট্যান্ডার্ড’ বলে অভিহিত করেন।
সুম্বুল তৌকির, সৌন্দর্য শর্মা এবং অর্চনা গৌতমকে সলমনের সঙ্গে বসে থাকতে দেখা যায় শোতে। যাঁরা তাঁদের বিশ্বস্ত বন্ধুদের বাছাই করতে পারেবন শো থেকে বের হয়ে যাওয়া থেকে বাঁচানোর জন্য। অন্যদিকে দেখা যাচ্ছে গৌতম ভিগ, সাজিদ খান ও প্রিয়াঙ্কা চাহার চৌধুরীকে, যাঁদের সলমন বলেন ‘বাজার’ বাজাতে। যদি কোনও সন্দেহ থাকে, তাহলে তাঁদের মধ্যে থেকে একজন বাড়ির বাইরে চলে যাবেন। কে সেই ব্যক্তি, যিনি আজ বিগ বসের বাড়ির বাইরে যাচ্ছেন, দেখতে চোখ রাখতে হবে আজেকর পর্বে।