শাশ্বত চট্টোপাধ্যায়, বলিউড থেকে শুরু করে টলিউড, দাপিয়ে কাজ করছেন অভিনেতা। তবে মুঠো মুঠো ছবির অফার এমনটা নয়। খুব বাছাই করেই কাজ করতে পছন্দ করেন শাশ্বত চট্টোপাধ্যায়। বলিউডের ছবি কাহানি শাশ্বত অভিনীত ছোট্ট চরিত্র বব বিশ্বাস যে হারে জনপ্রিয়তা কুড়িয়েছিল, তা এক কথায় বলতে গেলে সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নেয়। তবুও তিনি যেন বাংলার বুকেই বারবর রাজত্ব করতে চেয়েছেন। যদিও এখন পাল্টেছে ছবির ঘরানা, এখন আর আঞ্চলিক স্টার বলে কিছু থাকছেন না, সকলেই ভারতীয় ছবির অংশ, যে কোনও ভাষায় পছন্দসই চরিত্র পেলে, কাজের সুযোগ পেলেই অভিনেতারা নিজেদের প্রতীভা তুলে ধরতে পিছপা হচ্ছেন না। সেই তালিকায় থাকা অন্যতম নাম হল শাশ্বত চট্টোপাধ্যায়।
তবে টলিপাড়ার সেই সরব-কে হঠাৎ কেন মুরগী বলে বসলেন রচনা বন্দ্যোপাধ্যয়? রচনা বন্দ্যোপাধ্যায়ের কথায়, টলিপাড়ার শিয়াল পন্ডিত হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কারণ তিনি ভীষণ বুদ্ধি ধরেন। কাকে কোন কথা কোন সময় বলতে হবে, সবটাই ভীষণ মেপে পা ফেলেন তিনি। তবে শাশ্বত চট্টোপাধ্যায় প্রথম থেকেই এত মেপে কাজ করেননি। তবে তিনি এটা জানেন, দেশীয় মুরগীর স্বাদ দেশের স্থানীয় মানুষই বুঝবে। তাই এত সুযোগ পেয়েও তিনি বাংলা ছেড়ে মুম্বই চলে যান নি। অপুর সংসার টক শোয়ে এসে রচনা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট এই মন্তব্য করে বসেন।
শাশ্বত চট্টোপাধ্যায় কেরিয়ারের শুরু থেকে একাধিক ছবিতে অভিনয় করলেও মধ্যবয়সের পর থেকেই তিনি সাফল্যের মুখ দেখেছেন। তবে থেকেই তাঁকে নিয়ে টলিপাড়ায় মাতামাতি শুরু। একের পর এক দাপুটে চরিত্রের প্রস্তাব পৌঁছে গিয়েছে তাঁর কাছে। তবে শাশ্বত চট্টোপাধ্যায় সেই ট্রেন্ডে গা ভাসিয়েছিলেন, এমনটা নয়। যে চরিত্র তাঁর পছন্দ হয়েছে সেই চরিত্রকেই তিনি গ্রহণ করেছেন।