‘সিগারেট-গাঁজা হাতে’ লাক্ষাদ্বীপে ঘুরে বেড়াচ্ছেন রাহুল, নেটিজ়েনদের প্রশ্ন অভিনেতাকে

Sneha Sengupta |

Jan 09, 2024 | 4:24 PM

Rahul Banerjee: সাল উল্লেখ না করে লাক্ষাদ্বীপে তাঁর ভ্রমণের কিছু ছবি পোস্ট করেছেন রাহুল। এবং নেটিজ়েনরা তাঁকে এবং লাক্ষাদ্বীপকে দেখার পাশাপাশি অন্য কিছুও আবিষ্কার করেছেন অনেক কিছু। তাঁর হাতে সিগারেট-গাঁজা আবিষ্কারন করেছেন নেটিজ়েনরা।

সিগারেট-গাঁজা হাতে লাক্ষাদ্বীপে ঘুরে বেড়াচ্ছেন রাহুল, নেটিজ়েনদের প্রশ্ন অভিনেতাকে
রাহুল বন্দ্যোপাধ্যায় (তামাকসেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক)

Follow Us

লাক্ষাদ্বীপ-মালদ্বীপ নিয়ে তর্ক-বিতর্ক চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ঘরের পর্যটনের পাশে দাঁড়াতে। মালদ্বীপের নাম না করেই অনেকটা মালদ্বীপের মতো দেখতে লাক্ষাদ্বীপের পর্যটনকে প্রচার করেছেন মোদী। তা ভাল লাগেনি মালদ্বীপের রাষ্ট্রপতির। তিনি বলেছেন, মালদ্বীপের মতো কোনও মতেই নয় লাক্ষাদ্বীপ। এ সবের মাঝে তারকারা পোস্ট করছেন লাক্ষাদ্বীপের ছবি। বাংলার তারকারাও ছবি পোস্ট করেছেন। তালিকায় রয়েছেন রাহুল বন্দ্যোপাধ্যায়, সন্দীপ্তা সেনরা। সাল উল্লেখ না করে লাক্ষাদ্বীপে তাঁর ভ্রমণের কিছু ছবি পোস্ট করেছেন রাহুল। এবং নেটিজ়েনরা তাঁকে এবং লাক্ষাদ্বীপকে দেখার পাশাপাশি অন্য কিছুও আবিষ্কার করেছেন।

লাক্ষাদ্বীপের একাধিক ছবি পোস্ট করেছেন রাহুল। সেই ছবিতে লাক্ষাদ্বীপের সমুদ্র সৈকত ও প্রাকৃতিক সৌন্দর্যের ছবির পাশাপাশি একাকী রাহুলকেও দেখা যায় তাতে। এবং তাঁর হাতে নেটিজ়েনরা আবিষ্কার করেন সিগারেট এবং গাঁজা। এবং যেই না দেখা, অমনি ধেয়ে আসে মন্তব্য, অভিনেতাকে তুলোধনা করা শুরু হয়। কেউ-কেউ লিখেছেন, “সেসব ঠিক আছে। কিন্তু হাতে ওটা সিগারেট বলে তো আমার মনে হচ্ছে না।” কেউ লিখেছেন, “হাতের জয়েন্টটাও (পড়ুন গাঁজা) দেখে নিয়েছি।”

ছবিগুলি পোস্ট করে রাহুল ক্যাপশনে লিখেছিলেন, “হুঁ হুঁ বাওয়া ,ইয়ার্কি নয় আমার সাথে। লাক্ষাদ্বীপ আমি আগেই ঘুরে নিয়েছি।” কাকতালীয়ভাবে রাহুলের পোস্টের কিছুক্ষণ আগেই লাক্ষাদ্বীপ ভ্রমণের ছবি শেয়ার করেছিলেন তাঁর একদা ‘প্রেমিকা’ অভিনেত্রী সন্দীপ্তা সেন। ২০১৮ সালে লাক্ষাদ্বীপে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেটা রাহুলের সঙ্গেই কি না, তা অবশ্য খোলসা করেননি দু’জনের কেউই। কিন্তু নেটিজ়েনদের দুষ্টু মন রাহুলের উদ্দেশে মন্তব্য করেছে, “সন্দীপ্তার সঙ্গে…”। একজন লিখেছেন, “সন্দীপ্তা সেনের পোস্টের প্রতিক্রিয়া।”

Next Article