সাধুদের জীবন কাটাচ্ছেন রণবীর, মদ আর সিগারেট ছুঁয়ে দেখছেন না, দিনরাত খাচ্ছেন নিরামিষ

Sneha Sengupta |

Jan 08, 2024 | 12:02 PM

Ranbir Kapoor On Personal Life: কাপুর পরিবারে ভেগান (মাছ-মাংস-ডিম তো বটেই, ভিগানরা দুধ দিয়ে তৈরি কোনও খাবারও খান না) কিংবা নিরামিষ খাওয়ার লোক তেমন একটা নেই। সেই পরিবারের সদস্য হয়ে কেন রণবীর ছাড়লেন মদ-মাংস-তামাক। এর নেপথ্যে আছেন এক ব্যক্তি। তাঁর প্রভাবেই জীবনের ছন্দ পাল্টে ফেলেছেন অভিনেতা।

সাধুদের জীবন কাটাচ্ছেন রণবীর, মদ আর সিগারেট ছুঁয়ে দেখছেন না, দিনরাত খাচ্ছেন নিরামিষ
রণবীর কাপুর।

Follow Us

দারুণ মিষ্টি এক সন্তানের বাবা এখন রণবীর কাপুর। তাঁর কন্যা রাহা এখন ১৪ মাসের। ফুটফুটে মেয়েটা যেন একটা জ্যান্ত পুতুল। বড়দিনেই প্রথম রাহার চেহারা রণবীর এবং আলিয়া দেখিয়েছেন দুনিয়াবাসীকে। নীল চোখের রাহাকে দেখে কেউ বলছেন ঋষি কাপুর পার্ট টু, তো কেউ বলছেন রাজ কাপুর স্বয়ং ফিরে এসেছেন কাপুর পরিবারে। এই মেয়েই এখন তাঁর পিতা রণবীর কাপুরের ধ্যানজ্ঞান। নিজের পরীর জন্য দুনিয়া তোলপাড় করে দিতে পারেন রণবীর।

কাউকে ভালবাসলে মানুষ কীই না করতে পারেন। এ ব্যাপারে শ্বশুরমশাই মহেশ ভাটের সঙ্গে অনেক মিল রণবীরের। মদ্যপ মহেশ যখন আলিয়ার দিদি ছোট্ট শাহিন ভাটকে প্রথম কোলে নিয়েছিলেন প্রথমবার, বাবার মুখ থেকে মদের গন্ধ নাকে আসতেই মুখ ফিরেছিল সে। সেইদিনই অ্যালকোহল ত্যাগ করেছিলেন মহেশ। একই ভাবে মেয়ের ভালর কথা ভেবেই কাপুর খানদানের চিরাগ রণবীর ত্যাগ করলেন মদ এবং সিগারেট। কেবল তাই-ই নয়, মাছ-মাংস-ডিম খাওয়া ছেড়েছেন। ভাবা যায়!

তবে আরও একটি কারণে এসবের দিকে মুখ তুলেও তাকাচ্ছেন না রণবীর। তা হল, তিনি ‘রামায়ণ’ ছবিতে রামের চরিত্রে অভিনয় করছেন (ছবিতে সীতা সাই পল্লবী, রাবণ ‘কেজিএফ’ খ্যাত যশ এবং হনুমান সানি দেওল)। মর্যাদা পুরুষোত্তম রামের চরিত্রে অভিনয় করতে অভিনেতা রণবীর তাঁর নিজ জীবনেও কিছু বদল এনেছিলেন। এবং রাহার কথা চিন্তা করে তিনি ঠিক করেছেন, মদ-মাংস-তামাক এবং তাঁর পথ বরাবরের মতোই আলাদা করে দেবেন।

সম্প্রতি রাহাকে নিয়ে তাঁর আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। সেই ভিডিয়োতে রাহার হাসিখুশি মুখ দেখা গিয়েছে এবং তা দেখে অনুরাগীরা আনন্দে আত্মহারা।

Next Article