‘মা-মেয়ে রাত কাটিয়ে কোথা থেকে আসছে’, পাড়ার লোকের থেকে শুনতে হয় প্রিয়া মালাকারকে

Sneha Sengupta |

Feb 07, 2024 | 12:15 PM

Priya Malakar: অভিনয়ের সুযোগ ঘটে প্রিয়া মালাকারের। বেশ কিছু ধারাবাহিকে পরপর অভিনয় করেন তিনি। কখনও 'গোয়েন্দা গিন্নি'র মিনি, কখনও 'ত্রিনয়নী'র কামিনী। নেতিবাচক-ইতিবাচক সব ধরনের চরিত্রে দেখা যায় প্রিয়াকে। বলেছিলেন, "অভিনয় করতে যাওয়ার জন্য কোথাও টাকা পয়সা দিতে হয় না। উপরন্তু অভিনয় করলে পারিশ্রমিক মেলে। তাই কেউ যদি এমন কথা বলে প্রতারণা করার চেষ্টা করে, যেন কেউ সেই ফাঁদে পা না দেন।"

মা-মেয়ে রাত কাটিয়ে কোথা থেকে আসছে, পাড়ার লোকের থেকে শুনতে হয় প্রিয়া মালাকারকে
প্রিয়া মালাকার।

Follow Us

অভিনেত্রী প্রিয়া মালাকার। তাঁর আরও একটি পরিচয়, তিনি কলকাতা হাইকোর্টের আইনজীবী। সদ্য ওকালতি পাশ করে এই পেশার সঙ্গে যুক্ত হয়েছেন প্রিয়া। কিন্তু তাঁর একটা লম্বা যুদ্ধও আছে। একটি প্লাটফর্মে এসে তাঁর জীবনযুদ্ধের কথা শেয়ার করেছেন আইনজীবী মালাকার।

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক কম বয়সে অভিনয় করতে এসেছিলেন প্রিয়া মালাকার। বাবা চাইতেন মেয়ে অভিনেত্রী হোক। চেয়েছিলেন ‘ডান্স বাংলা ডান্স’ রিয়্যালিটি শোয়ে তিনি অংশগ্রহণ করুন। লেখাপড়ার পাশাপাশি মেয়ে ভাল নাচও করত। ভোরবেলা থেকে অডিশনের লাইনে বাবা-মায়ের সঙ্গে দাঁড়িয়ে থাকতেন ছোট্ট প্রিয়া। ‘ডান্স বাংলা ডান্সে’ অংশগ্রহণ করে প্রাইজ়ও জিতেছিলেন তিনি। তারপর আসে অভিনয়ের সুযোগ। ছোট্ট প্রিয়া তখন অনেকটাই বড় হয়েছে। প্রিয়া বুঝতে শিখলেন, নাচের মতো অভিনয়ে সুযোগ পাওয়ার জন্যেও অডিশন দিতে হয়। শুরু হয় সেই লড়াই।

অভিনয়ের সুযোগ ঘটে প্রিয়া মালাকারের। বেশ কিছু ধারাবাহিকে পরপর অভিনয় করেন তিনি। কখনও ‘গোয়েন্দা গিন্নি’র মিনি, কখনও ‘ত্রিনয়নী’র কামিনী। নেতিবাচক-ইতিবাচক সব ধরনের চরিত্রে দেখা যায় প্রিয়াকে। বলেছিলেন, “অভিনয় করতে যাওয়ার জন্য কোথাও টাকা পয়সা দিতে হয় না। উপরন্তু অভিনয় করলে পারিশ্রমিক মেলে। তাই কেউ যদি এমন কথা বলে প্রতারণা করার চেষ্টা করে, যেন কেউ সেই ফাঁদে পা না দেন।”

লেখাপড়া শেষ করতে চেয়েছিলেন প্রিয়া। হতে চেয়েছিলেন আইনজীবী। কিন্তু কেন আইনজীবী হতে চাইলেন অভিনেত্রী? অভিনেত্রী প্রিয়ার মালাকার জানিয়েছেন, এই সমাজের কারণে আইনজীবী হতে চাইছেন তিনি। সমাজ অনেক কথা বলে। অনেক কটূক্তি করে। তেমন কটূক্তি শুনতে হয়েছিল রিয়াকে। অভিনয় করার সময় তাঁকে এমন কথাও শুনতে হয়, “মা মেয়ে রাত কাটিয়ে এল কোত্থেকে”। শুটিংয়ের লম্বা সময়ের ফাঁকে গাড়িতে বসে কঠোর পরিশ্রম করে আজ এই জায়গায় প্রিয়া। লড়বেন মানুষের হয়ে।

Next Article