‘তিয়াশা ভালো লুডো খেলে’, কেন এমন বললেন সোহেল?
Relationship Gossip: তিয়াশার মতো গার্লফ্রেন্ড পেয়ে সোহেল যে খুশি, সংশয় নেই। তবে সোহেলের স্বীকারোক্তি, ‘তিয়াশা খুব এক্সপেনসিভ!’ শহরে হচ্ছে এক ক্রিকেট টুর্নামেন্ট। তার জার্সি লঞ্চে একসঙ্গেই পৌঁছালেন সোহেল-তিয়াশা।

শহরের লাভবার্ডস এখন সোহেল দত্ত আর তিয়াশা লেপচা। সম্প্রতি তাঁদের একটা সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল, তাঁরা কি সম্পর্কে আছেন? প্রেম করছেন? উত্তরে সোহেল বলেছেন, ‘আমরা সম্পর্কে আছি। সবে খুঁটি পুঁতেছি। এরপর তো পুজো করতে হবে। তারপর কী হবে সেটা পরে বুঝব’। তিয়াশার মতো গার্লফ্রেন্ড পেয়ে সোহেল যে খুশি, সংশয় নেই। তবে সোহেলের স্বীকারোক্তি, ‘তিয়াশা খুব এক্সপেনসিভ!’ শহরে হচ্ছে এক ক্রিকেট টুর্নামেন্ট। তার জার্সি লঞ্চে একসঙ্গেই পৌঁছালেন সোহেল-তিয়াশা।
দু’ জনে স্বীকার করলেন সম্পর্কে বেশ কয়েকবার ঝগড়া হয়েছে। ঝগড়া করতে-করতে ক্লান্ত হয়ে গিয়ে এখন নাকি তাঁরা আর ঝগড়া করছেন না। তিয়াশার ফোনেও সোহেলের পর-পর ফোন, সেটাও মিডিয়াকে দেখিয়েই দিলেন অভিনেত্রী। সোহেল ক্রিকেট খেলতে পারেন। তিয়াশা কি ক্রিকেট খেলেন? এই প্রশ্ন শুনে পাশে বসে সোহেল বলে উঠলেন, ‘তিয়াশা ভালো লুডো খেলে!’ তাঁদের প্রেমটা হলো কী করে? জিমে আলাপ।
দু’ জনেই শরীরচর্চা করার মাঝে একে-অন্যকে দেখেছেন। তারপর কথা হয়েছে, ভালো লেগেছে, ক্রমশ সম্পর্ক গভীর হয়েছে। তিয়াশা এটাও বললেন, ‘প্রথমে ও আমার চোখের দিকে সরাসরি তাকাতো না। আড়চোখে দেখতো’ শুনে সোহেল বলেন, ‘এরকম কিছু মোটেই ঘটেনি’। তিয়াশা বলেন, ‘এই জন্য মাথা গরম হয়ে যায়!’ আসলে তাঁরা খুনসুটি করছিলেন। তিয়াশার প্রথম বিয়ে ভেঙেছে। কবে তিনি নতুন প্রেম খুঁজে পাবেন, সেই অপেক্ষা ছিল। এখন যে সোহেলের হাত ধরে তিনি পথ চলছেন, তাতে খুশি টলিপাড়ার অনেকেই।
