RG KAR Case: ‘আর একটা হলে নিশ্চয়ই যাব’, টলিউডের প্রতিবাদ মিছিল নিয়ে মুখ খুললেন কাঞ্চন

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Aug 19, 2024 | 9:55 PM

Kanchan: রবিরার বৃষ্টি মাথায় নিয়ে পথে নেমেছিল গোটা টলিউড। টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিয়ো থেকে আরজি কর পর্যন্ত যাওয়ার কথা ছিল। যদিও এ দিন আরজি কর সংলগ্ন এলাকায় জারি ছিল ১৬৩ ধারা। কিন্তু তার পরেও পথে নেমেছিলেন তারকারা। কিন্তু সেই জমায়েতে দেখা যায়নি টলিপাড়ার বিধায়ক, সাংসদদের। নেপথ্যে ছিল কি অন্য কোনও কারণ? সেই প্রশ্ন নিয়েই তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কী বললেন তিনি?

RG KAR Case: আর একটা হলে নিশ্চয়ই যাব, টলিউডের প্রতিবাদ মিছিল নিয়ে মুখ খুললেন কাঞ্চন

Follow Us

রবিরার বৃষ্টি মাথায় নিয়ে পথে নেমেছিল গোটা টলিউড। টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিয়ো থেকে আরজি কর পর্যন্ত যাওয়ার কথা ছিল। যদিও এ দিন আরজি কর সংলগ্ন এলাকায় জারি ছিল ১৬৩ ধারা। কলকাতা পুলিশের সব বিধি নিষেধ উপেক্ষা করেই পথে নামেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অঙ্কুশ হাজরা থেকে ঋত্বিক চক্রবর্তীরা। এর আগে অভিনেতা রুদ্রনীল ঘোষ এই মিছিলকে দাগিয়েছিলেন ‘তৃণমূলের মিছিল’ হিসাবে। কিন্তু সেই মিছিলে দেখা যায়নি টলিপাড়ার সেই তারকাদের যাঁরা প্রত্যক্ষ ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত। মিছিলে তাঁদের অনুপস্থিতির নেপথ্যে কি রয়েছে কোনও রাজনৈতিক বিষয়? সেই প্রশ্ন নিয়েই TV9 বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিকের সঙ্গে। আরজি কর কাণ্ডে এই রাজনীতির রঙের প্রশ্ন পুরোটাই উড়িয়ে দিয়েছেন তিনি।

কাঞ্চন বলেন,”একদমই নয়। ওই সব কারণ কিন্তু একদমই নয়। আমার ওই দিন মুম্বইয়ে একটি কাজ ছিল। সেই জন্য শহরের বাইরে ছিলাম। তাই গিয়ে উঠতে পারিনি। আর মুম্বই থেকে ফেরার পর শরীরের অবস্থাও তেমন ছিল না। তাই গিয়ে উঠতে পারিনি। এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। ভবিষ্যতে যদি এমন আর একটা  মিছিলের  আয়োজন করা হলে আমি নিশ্চয়ই যাব। এ বিষয়ে কোনও দ্বিমত নেই।”

উল্লেখ্য, রবিবার সকালে অনেকের মনেই প্রশ্ন উঠেছিল আদৌ এই মিছিল হবে কিনা। সেই প্রসঙ্গে TV9 বাংলাকে অঙ্কুশ বলেন,”গন্তব্যটা গুরুত্বপূর্ণ নয়। এ সময় গিয়ে দাঁড়ানোটাই দরকার। যাই হোক কেন আমরা তো যাবই। আগে টেকনিশিয়ানে গিয়ে দেখা করি। তার পর যতটা যাওয়া যাবে ততটাই যাব।” পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের কণ্ঠেও একই সুর শোনা যায়। তিনি বলেছিলেন,”যাব তো অবশ্যই। সবাই একে একে আসা শুরু করেছেন। দেখি কত দূর যাওয়া যায়।” এই এত প্রতিবাদ , মিছিলের ভবিষ্যত্‍ কী? উত্তর দেবে সময়।

Next Article