ছোট পর্দার মাধ্যমে অভিনয় যাত্রার শুরু হয় অভিনেত্রী অর্কজা আচার্যর। তাঁর আগে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় মঞ্চে অভিনয় করতেন তিনি। তার পর অভিনয়কেই পেশা হিসাবে বেছে নিয়েছিলেন নায়িকা। তাঁর প্রথম সিরিয়াল ‘ওগো নিরুপমা’। অনেকটা জস্যি জস্যি কই নেই সিরিয়ালের আদলে তৈরি হয়েছিল সেই সিরিয়ালটি। তার পর নায়িকাকে সে ভাবে পর্দায় দেখেননি দর্শক। আরও একটি ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি। সেটা ঠিক কথা। কিন্তু সে ভাবে প্রচার পায়নি তাঁর কাজ। শোনা গিয়েছিল এবার চিত্রনাট্য লেখার দিকে মন দিচ্ছেন তিনি। তবে এত কিছুর মাঝে নায়িকাকে নিয়ে শুরু হয়েছেন নতুন আলোচনা। বেশ কয়েক মাস আগে তিনিছবি পোস্ট করেছিলেন। আমেরিকায় চুটিয়ে ঘোরার মুহূর্তগুলিকে ফ্রেমবন্দিও করেছিলেন। আবারও আমেরিকা গিয়েছেন অভিনেত্রী। তাঁর নতুন ছবি পোস্ট করতে না করতেই অনেকের অনেক প্রশ্ন।
বোনের বিয়ে উপলক্ষে আমেরিকা গিয়েছেন তিনি। অর্কজার বোন বিদেশেই থাকেন। মার্কিন মুলুকে পড়াশোনা করছিলেন তিনি। শোনা যাচ্ছে, সেখানেই বিয়ে করছেন অভিনেত্রীর বোন। এরই মধ্যে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অর্কজা। যা দেখে কিছু দর্শক লিখেছেন,”আপনার কাছে এত টাকা এল কোথা থেকে যে এত ঘন ঘন আমেরিকা যাচ্ছেন।” আবার এক জনের মন্তব্য,”একটাও কাজ নেই তার পরেও বিদেশে ঘুরে বেড়ান কী ভাবে? আপনার টেনশন হয় না?” কাউকে অবশ্য তিনি কোনও উত্তর দেননি। কারণ, অভিনেত্রী আপাতত কোনও নেতিবাচক দিকেই মন দিতে চান না । খুশি মনে আনন্দ করতে চান বোনের বিয়েতে।