পুলিশের সামনেই কটূক্তি, মধ্যরাতে যাদবপুরে অভিনেত্রীকে নিগ্রহের অভিযোগ
এই ঘটনায় আবারও নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। রাতের কলকাতায় মহিলাদের সুরক্ষা, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন অভিনেত্রী।

যাদবপুর এলাকায় চাঞ্চল্যকর ঘটনা—এক অভিনেত্রী এবার শ্লীলতাহানি-শারীরিক নিগ্রহের অভিযোগ আনলেন। ভোর রাতে সিনেমার শ্যুটিং থেকে ফেরার সময় বিপত্তি। বন্ধুদের সঙ্গে রাস্তার ধারে চা পান করতে নামেন তাঁরা। সেখানেই পার্কিং নিয়ে বিরোধ থেকে বিপদ। অভিনেত্রীকে কটূক্তি ও শারীরিক নিগ্রহের অভিযোগ এবার সামনে। ঠিক কী ঘটেছে? শুটিং শেষ করে বাড়ি ফেরার সময়ে অভিনেত্রী তাঁর বন্ধুদের সঙ্গে একটি রাস্তার পাশে চায়ের দোকানে দাঁড়িয়ে ছিলেন।
অভিযোগ, পিছনে থেকে আসা একটি গাড়ির দুই যুবক প্রথমে গালিগালাজ ও অশোভন কটূক্তি শুরু করে। প্রতিবাদ করলে ওই দুই যুবক গাড়ি থেকে বেরিয়ে অভিনেত্রীর ওপর হামলা চালায়। তাঁর বন্ধুরাও রীতিমতো আঘাত পান। তাঁদের ঘুষি, ধাক্কাধাক্কি, মারধর করা হয় বলে অভিযোগ।
এখানেই শেষ নয়, স্থানীয় পুলিশও নাকি এই বিষয় তেমন কোনও সাহায্য করতে পারেনি, উল্টে পুলিশকেও হুমকি দেওয়া হয় বলে খবর। TV9 বাংলাকে অভিনেত্রী বলেন, “আমার হাতে গায়ে বেশ কয়েকটি আঘাত রয়েছে। গাড়ি পার্কিং থেকে বচসা শুরু। আমার বন্ধুরা আমায় নিরাপত্তা দিতে এগিয়ে এলে ওদের ওপর হামলা চালায়। পুলিশের সামনেই আমায় ঘুষি মেরেছিল, বলছিল ‘মেরে দেব — কাল সকালে খুঁজে পাবেন।” প্রথমে পুলিশ মামলা না নেওয়ায় এবং বিষয়টি ‘মিটমাট করে নিতে বলায়’ বলায় অভিনেত্রী এর তীব্র প্রতিবাদ করেন।
পরবর্তীতে অভিনেত্রী অভিযুক্ত দুই যুবকের বিরুদ্ধে থানায় FIR দায়ের করেন। পুলিশের কথায়, মূল বচসা শুরু হয়েছিল গাড়ি পার্কিং নিয়ে—অভিনেত্রী ও অপর পক্ষের মধ্যে বাকবিতণ্ডা থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পক্ষই একে‑অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের করেছে। পুলিশের কথায়, “একাধিক মামলা রজু হয়েছে। আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
এই ঘটনায় আবারও নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। রাতের কলকাতায় মহিলাদের সুরক্ষা, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন অভিনেত্রী।
