Madhumita Sarcar: স্বাধীনতা দিবসে ‘মস্ত ভুল’ মধুমিতার, নজরে আসতেই সাফাই অভিনেত্রীর

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Aug 15, 2024 | 4:50 PM

বৃহস্পতিবার ৭৮ তম স্বাধীনতা দিবস। যদিও ৯ অগস্ট যে ঘটনা ঘটে গিয়েছে আরজি কর হাসপাতালে তার পর আদৌ মানুষ স্বাধীন কিনা তা নিয়ে বার বার উঠছে প্রশ্ন। ১৪ অগস্ট সেই ঘটনারই তীব্র প্রতিবাদ দেখেছে গোটা শহরবাসী। এত কিছুর মাঝে এবার আরও এক বিতর্ক। এবার সমালোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এল অভিনেত্রী মধুমিতার নাম। স্বাধীনতা দিবসে যে তিনি এমন ভুল করবেন সেটা কেউ ভাবতে পারেনি।

Madhumita Sarcar: স্বাধীনতা দিবসে মস্ত ভুল মধুমিতার, নজরে আসতেই সাফাই অভিনেত্রীর
কী ভুল করলেন মধুমিতা?

Follow Us

বৃহস্পতিবার ৭৮ তম স্বাধীনতা দিবস। যদিও ৯ অগস্ট যে ঘটনা ঘটে গিয়েছে আরজি কর হাসপাতালে তার পর আদৌ মানুষ স্বাধীন কিনা তা নিয়ে বার বার উঠছে প্রশ্ন। ১৪ অগস্ট সেই ঘটনারই তীব্র প্রতিবাদ দেখেছে গোটা শহরবাসী। এত কিছুর মাঝে এবার আরও এক বিতর্ক। সেই বিতর্কের মধ্যমণি হলেন অভিনেত্রী মধুমিতা সরকার। সাদা সালোয়ার কামিজ পরে বেশ কিছু ছবি পোস্ট করেছেন তিনি। এমনই ছবি পোস্ট করে সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান তিনি। সেই শুভেচ্ছা জানাতে গিয়েই ঘটেছে যত সমস্যা। নায়িকা লেখেন,”স্বাধীনতা দিবসে একটি-ই কামনা,নিঃশ্বাসটুকু যেন স্বাধীন ভাবে নিতে পারি আমাদের ভারতবর্ষে।” এই লেখাতেই ঘটেছে আর এক সমস্যা। ভারতবর্ষ বানানটি নায়িকা ভুল লেখেন।

সেই ভুল নিজের ইনস্টাগ্রামের পাতায় শুধরে নিলেও ফেসবুকে সেই ভুল থেকেই গিয়েছিল। তার পরই শুরু যত ঝামেলা। টলিপাড়ার এক জনপ্রিয় অভিনেতার চোখে নায়িকার ভুল পড়তেই তো হই হই কাণ্ড। প্রকাশ্যে নায়িকাকে ‘অশিক্ষিত’ তকমাও দেন তিনি। যদিও চুপ থাকেননি নায়িকা।

TV9 বাংলাকে মধুমিতা বলেন,”উনি যে আমার কথা ভেবে এত বড় একটা পোস্ট করেছেন, সেটা ভেবেই আমার খুব ভাল লাগছে। ওনার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কোনও পরিচয় নেই। কোনও দিন দেখাও হয়নি কথাও হয়নি। তবে ওনার মায়ের সঙ্গে আমার পরিচয় রয়েছে। আমরা পরস্পরকে’মাম্মা’ বলে সম্বোধন করি। উনি জানেন আমার শিক্ষাগত যোগ্যতা ঠিক কী? আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। নিশ্চয়ই কোনও অশিক্ষিতকে এই বিশ্ববিদ্যালয় ভর্তি নেবেন না।

এমন অনেক সময় টাইপিংয়ের সঙ্গে অল্প বিস্তর ভুল অনেকেরই হয়ে যায়। তবু উনি যে আমার জন্য বাংলায় এত বড় একটা পোস্ট করেছেন তার জন্য সত্যিই ওনাকে অনেক ধন্যবাদ।” নিজের ইনস্টাগ্রামেও মধুমিতা একটি পোস্ট করেন। সেখানে লেখেন, “আমার মনে হয় উনি আমায় ব্যক্তিগত ভাবে চেনেন। তবে কী ভাবে জানেন? একটি পোস্টের মাধ্যমে, আর দুটো বানান ভুল দেখে। আপনারাও কিন্তু ওনাকে হাত দেখাতে পারেন।” উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পেয়েছে নায়িকার অভিনীত ছবি ‘সূর্য’। আর খুব শীঘ্রই তিনি শুরু করবেন পরিচালক পথিকৃত্‍ বসু পরিচালিত নতুন ছবি। যে ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে মিঠুন চক্রবর্তী এবং অঞ্জন দত্তকে।

Next Article